
জাতীয় সড়কে বড় গর্ত, যেন মরণ ফাঁদ
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৮জুলাইঃ-
রাস্তায় জল জমে আছে, আর তাকে তোয়াক্কা না করেই গাড়ি নিয়ে পার হতে গেলেই বড় বিপদে পড়বে গাড়ির চালক। জলের নিচেই রয়েছ বড় গর্ত বা মরণ ফাঁদ। জামুড়িয়া বিধানসভার তপসি পঞ্চায়েত এলাকার তপসি পেট্রল পাম্পের কাছে দীর্ঘ ২ মাস থেকে বেহাল অবস্থায় রয়েছে ৬০ নং জাতীয় সড়ক। এই গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সাইকেল আহোরী সহ বড় গাড়ি ও পড়েছে দুর্ঘটনার কবলে।পুলকার চালকেরা ঝুঁকি নিয়ে রাস্তায় নিয়ে যাচ্ছে পড়ুয়াদের।এই বিষয়ে প্রশাসনের কাছে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
প্রসঙ্গত এই ৬০ নং জাতীয় সড়কটি রানীগঞ্জ মোড় থেকে বীরভুম যাওয়ার মুল রাস্তা। এই রাস্তা দিনে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাওয়ায় আসা করে। এই রাস্তার উপরে রয়েছে জামুড়িয়া শিল্পাতালুকের বেশ কিছু বেসরকারি কারখানা, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও স্কুল। গত ২ মাস থেকে তপসী পেট্রুল পাম্পের কাছে বেহাল অবস্থায় হয়েছে রাস্তাটি। একটু বৃষ্টি হলেই গর্তে জলে ডুবে রয়েছে। এর জেরে সাইকেল, পিকআপ ভ্যান এবং মারুতি ভ্যান সহ একাধিক যানবাহন গর্তে পড়ে আহত হচ্ছে। স্থানীয় এক দোকারদার বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক সরকারি, বেসরকারি গাড়িতে বড় বড় অফিসার, নেতা মন্ত্রী থেকে প্রশাসনের আধিকারিকরাও যাওয়া আসা করে, কিন্তু কারো নজরে পড়েনা রাস্তার বেহাল দশা। বড় দুর্ঘটনা ঘটলে একে অন্যের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক মাহল গরম কর চেষ্টা চালাবে।
জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং বলেন, গতকাল কলকাতা থেকে ফেরার সময় আমিও জলবন্দি হয়ে পড়েছিলা। আমি PWD আধিকারিকদের সাথে যোগাযোগ করেছি। শীঘ্রই মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।