
অজয় নদের পাড় ভরাটের অভিযোগ, নদীর আগের অবস্থায় ফিরিয়ে না দিলে চলবে লাগাতার আন্দোলন হুশিয়ারি বিজেপি নেতা জীতেন্দ্র তেওয়ারির,
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৭জুলাইঃ-
বেশ কিছুদিন আগে বেজেপি নেতা তথা আসানসোল কর্পোরেশনের প্রাক্তন মেয়র জীতেন্দ্র তেওয়ারি অভিযোগ করেছেন, জামুড়িয়া বিধানসভার চুরুলিয়া পঞ্চায়েতের দেশেরমোহান এলাকা্য এক কয়ালা খনি কোম্পানী অবৈধ ভাবে অজয় নদের পাড় ভরাট করে দখল করার চেষ্টা করছে। এই নদ ভরাট করার বিষয়ে জীতেন্দ্র তেওয়ারি গত ২২ জুলাই পাশ্চিম বর্ধমান জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। আজ অর্থাৎ ২৮শে জুলাই রবিবার অজয় নদের ওই অংশ সরজমিনে তদন্তে করতে গিয়েছিলেন জীতেন্দ্র তেওয়ারি ও বিজেপি সমর্থকেরা। তিনি ঘটনা স্থলে গিয়ে দেখতে পান যে বিতর্কিত জমির উপর গাছ লাগানো রয়েছে। জানা গিয়েছে ওই বিতর্কিত জমির উপর প্রায় ৪০০ চারা গাছ লাগিছে দেশেরমোহান এলাকার স্থানীয় বাসিন্দারা।
দেশেরমোহান বাসিন্দা সেখ সহমত জানান, যে জায়গাটির কথা বলা হচ্ছে সেই জায়গাটা এক সময় এলাকার মানুষের পৈতিক সম্পতি ছিল। বানের জলে ভেঙে গেছে। তিনি বলেন এখানে একটি খোলামুখ খনি্র কাজ চলছে তাদের বলেই ওই জমটি ভরাট করানো হচ্ছে। এবং পরিবেশকে দূষন মুক্ত করার লক্ষে গ্রাম বাসিদের পক্ষ থেকে গাছ লাগানো হয়েছে। তিনি বলেন এই খোলামুখ খনির কারনে যে টুকু পরিবেশ দূষন হয়েছে তা ফিয়ে পাওয়া যাবে বলে মনে করছেন।
বিজেপি নেতা জীতেন্দ্র তেওয়ারি বলেন বেশ কিছু দিন থেকে খবর পাওয়া যাচ্ছিল অজয় নদীর একটি অংশ ভরাট করছে একটি কোম্পানীর তার সুবিধার্থে। এর পরে এই এলাকার বিজেপির মণ্ডলের পক্ষ থেকে জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত ভাবে অভিযোগ জানিয়ে ছিল। কিন্তু বিডিও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন। এর পরেই এই বিষয় নিয়ে জেলাশাসকের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়। তিনি বলে তা আজ সরজমিনে এই জমি দেখতে এসে ছিলাম। তিনি এখানের আসবে জানতে পেরে আই ওয়াস করার জন্য ওই ভরাট করা জমির উপরে গাছ লিগিয়ে দেওয়া হয়েছে। যাতে পরে আমরা দাবি করব জমি পুরানো অবস্থায় ফিরিয়ে দেওয়ায় হোক, তখন তারা জমিতে গাছ লাগানো আছে বলে দাবি করতে পারে। তিনি জানায় কে ৭দিনের সময় দেওয়া হল এর মধ্যে পুলিশ তাদের বিরুদ্ধ এফআইআর করুক যারা এই কাজ করেছে। এবং নদীর আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। নাহলে আমাদের পার্টির লোকজনকে নিয়ে বিডিও অফিসের সামনে একদিনের ধর্নায় বসব। যদি তাও কাজ না হয় তবে লাগাতার আন্দোলনে নামব বলে তিনি হুশিয়ারি দেন।