
২৭ বছরে এক বারও হয়নি ড্রেন পরিষ্কার
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৮ জুলাইঃ-
জামুড়িয়া মদনতোড় পঞ্চায়েতের লায়কাপুর গ্রামে মন্ডল পাড়ার ড্রেন দীর্ঘ ছাব্বিশ বছর পরিস্কার না হওয়ার কারনে প্রচন্ড দুরগন্ধে ঠিকতে পারছিল না এলাকার মানুষ । দেখা দিয়েছিল মশার উপদ্রব, প্রতিদিন কোন না কোন মানুষ অসুস্থ হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দা জহর মন্ডল।
তিনি জানান ছাব্বিশ বছর আগে এই নর্দমা তৈরি হয় বাম আমলে । তখন থেকে আজ পর্যন্ত এটি পরিস্কার হয় নিইয়। বহু বার পঞ্চায়েতে দপ্তরে ব্লক অফিসে আবেদন নিবেদন করার পরেও কোন কাজ হয়নি যার ফলে নর্দমার দুর্গন্ধে মানুষ ঠিকতে পারছিল না । এলাকার এক সমাজসেবী শ্রীকান্ত চট্টোপাধ্যায় এগিয়ে আসেন এবং তার প্রচেষ্টায় দীর্ঘ কয়েক বছর এর আবর্জনা পরিষ্কার করার চেষ্টা করেন। হল কল্যাণ শংকর বন্দ্যোপাধ্যায়ের জানান এই নর্দমার কারনে শুধু রোগ ছড়ায় নি একটি জনসাধারণের বেবহৃত পুকুর দুষিত হওয়ার কারনে মাছ মরে মরে যাচ্ছিল।