রাজ্যে যে ভাবে বিদ্যুৎ বিল বেড়েছে তাতে সাধারণ মানুষ টাকা দিতে হিমসিম খাচ্ছে। এর উপর রাজ্যবাসীকে র্স্মাট মিটারের বোঝা বাড়াতে চাইছে। এর প্রতিবাদে আজ রানীগঞ্জের সিআইটু( CITU)এর পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের কাছে একটি স্মারক লিপি তুলে দেয়।
এই কর্মসুচীতে মুলত দাবি ছিল অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও স্মার্ট মিটার লাগনো বাতিল করতে হবে। ঘন ঘন লোডশেডিং বন্ধ করতে হবে। শূন্য পদে কর্মী নিয়োগ করতে হবে। এছাড়াও মালদা জেলায় শান্তিপূর্ন আন্দোলনে পুলিশ কেন গুলি চালাল তার ধিক্কার জানালা এই কর্মসূচি থেকে।
এদিনের কর্মসূচীতে হাজির ছিলেন প্রাক্তন বাম বিধায়ক রুনু দত্ত, সুপ্রিয় রায়, দিবেন্দু মুখার্জী, হেমন্ত প্রভাকর, কৃষ্ণা দাসগুপ্ত সহ আরও অনেকেই।
PREV
দুদিন ধরে নিখোঁজ থাকা পরে একটি পরিত্যক্ত খাদান থেকে উদ্ধার হল এক স্কুল ছাত্রের মৃতদেহ