মঙ্গলবার ইসিএলের ছোড়া কোলিয়ারির ৭/৯ পিটের বয়লার স্ট্রিম বিভাগ যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ায় খনিতে ডুলি উঠা নামা বন্ধ হয়ে পড়ে। যার জেরে প্রথম পালির শ্রমিকদের খনি থেকে উঠাতে দেরে হওয়ায় খনি চত্তরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। তবে বিকল্প বয়লার স্ট্রিম ব্যবহার করে শ্রমিকদের খনি থেকে উপরে উঠিয়ে নিয়ে আসে।
খনি সুত্রে জানা গিয়েছে সকাল ৮টা বিকেল ৪ টা পালিতে খনির নিচে ১১২ জন যায়। বিকেল ৩টা ২৫ মিনিট নাগাদ বয়লার স্ট্রিম সেকসেনের যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে। এর জেরে ডুলি উঠা নামা বন্ধ হয়ে যায়। ডুলি বন্ধ হওয়ায় জেরে খনির নিচে থাকা শ্রমিকদের মনে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খনি চত্তরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়৷ প্রায় দেড় ঘন্টা পরে খনিতে থাকা বিকল্প বয়লার স্ট্রিম ব্যবহার করে খনিতে আটকে থাকা শ্রমিকদের উপরে তুলে আনা হয়। এই ঘটনার জন্য খনি নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলে খনি কর্মীরা। শ্রমিকরা দাবি করে যদি বয়লার খারাপ ছিল তবে কেন শ্রমিকদের খনির নিচে নামতে দেওয়া হল?
তবে এই বিষয়ে ইসিএলের এক আধিকারি জানান এই সব ছোটোখাট সমস্যা থাকবেই। এই নিয়ে থেমে থাকলে চলবে না। তিনি বলেন আমাদের নিরাপত্তার দিক থেকে কোনো গাফিলতি নেই। সবাই কে সুস্থ ভাবেই উপরে উঠিয়ে নিয়ে এসেছি।
PREV
দুর্ঘটনা গ্রস্ত ট্রাক চালককে প্রায় ৩ঘন্টা কেবিনে আটকে থাকার পরে উদ্ধার করা সম্ভব হল