গত সোমবার ভোর চারটা নাগাদ ১৯ নং জাতীয় সড়কের উপর বোগড়া কালি মন্দিরের কাছে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে ট্রাকের কেবিনে আটকে পড়ে গাড়ির চালক। তাকে ক্রেন দিয়ে টেনে গাড়ির বাইরে বের করা হয়। ঠিক একই রকম ভাবে গতকাল রাতে জাতীয় সড়কের উপর ডহর মোড়ের কাছে ট্রাকের চালক কেবিনে আটকে পড়ে। প্রায় ২ ঘন্টা আটকে থাকার পরে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে জামুড়িয়া থানার পুলিশ। তবে এবার দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারেনি। চলন্ত গাড়ির পিছনে ধাক্কা মারে।
জানা গিয়েছে কলকাতা থেকে একটি লোহার পাইপ বোঝাই ট্রাক ঝাড়খণ্ড যাওয়ার উদ্যেশ্য যাচ্ছিল। মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ জামুড়িয়া থানার ১৯ নং জাতীয় সড়কের ডহর মোড়ে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। এর ফলে পিছনের ট্রাকের কেবিনে পুরো দুমড়ে মুচড়ে যায়। আটকে পড়ে গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে আসে জামুড়িয়া শ্রীপুর ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক পুলিশ। প্রথমে তাকে হাত দিয়ে টেনে গাড়ি থেকে বের করার চেষ্টা করলে ব্যর্থ হয়। নিয়ে আসা হয় দুটি ক্রেন ও গ্যাস কাটার। প্রায় ২ ঘন্টা যুদ্ধকালীন তৎপরতায় চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে ২ ঘন্টা কেবিনে আটকে থাকার পরেও চালকের অল্পবিস্তর ক্ষত ছাড়াও কিছুই হয় নি।
PREV
চাকরির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ জমি মালিকদের