বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জামুড়িয়া ৭ন ওয়ার্ডের ইকড়া ও চন্ডিপুর শাখার ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায়।
মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন দাবি দাওয়া কে সামনে রেখে ডিওয়াইএফআই পক্ষ থেকে জামুড়িয়া ইকড়া শিল্পাতালুকের রেক কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি এলাকার । দুষন নিয়ন্ত্রণ করে কারখানা চালাতে হবে। রাস্তা মেরামত করতে হবে। রাস্তায় লাইট দিতে হবে, সহ বেশ কিছু দাবি নিয়ে গেটের সামনে বিক্ষোভ করার পাশাপাশি কারখানার কর্তৃপক্ষের হাতে একটি স্মারক লিপি তুলে দেওয়া হয়।
বিক্ষোভ কারিরা জানান এই দুষনের জেরে এলাকার ২২ জন ক্যাসারে আক্রান্ত তার মধ্যে ২ জনের মৃত্যু হয়ে বলে দাবি করেন। তারা জানান কারখানার বিরুদ্ধে আমরা নয় কিন্তু সরকারী গাইড লাইন মেনে কারখানা চালাতে হবে। তারা জানান যদি তাদের দাবি অবিলম্বে না মানে তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাটবেন।
PREV
দামোদর নদীতে স্নান করতে গিয়ে সেলফি তুলতে গিয়ে ডুবে তিন মেয়ের মৃত্যু, একজন নিখোঁজ