শনিবার সকালে অন্ডাল ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দামোদর নদীর বাস্কা ঘাটে স্নান করতে এসেছিল তিন মেয়ে। স্নান করতে গিয়ে সেলফি ও রিল তোলার উত্তেজনায় ডুবে যায় তিনজনই। স্থানীয় লোকজনের সহায়তায় দামোদর নদী থেকে দুই কিশোরীকে উদ্ধার করা হয়। যদিও একটি মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। দুই মেয়েকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। যেখানে চিকিৎসকরা মেয়েটিকে মৃত ঘোষণা করেন। অপর একটি মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাঁচি থেকে অন্ডাল ব্লকের 12 নম্বর কলোনির বাসিন্দা ডব্লিউ প্রসাদের বাড়িতে তাঁর দুই ভাইঝি এসেছিলেন। তাদের নাম প্রিয়াঙ্কা কুমারী ও বিউটি কুমারী। এদিন দামোদর নদীতে স্নান করতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা, বিউটি কুমারী ও জ্যোতি কুমারী। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোসল করার সময় তিন মেয়ে সেলফি তোলা ও রিল তৈরিতে মগ্ন ছিল। এ সময় তিনজনই পানিতে ডুবতে থাকে। মেয়েগুলোকে ডুবতে দেখে ঘটনাস্থলে উপস্থিত লোকজন কোনোভাবে বিউটি কুমারী ও জ্যোতি কুমারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যেখানে বিউটি কুমারীর মৃত্যু হয়। এখন পর্যন্ত প্রিয়াঙ্কার কোনো খোঁজ নেই। দামোদর নদীতে প্রিয়াঙ্কাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। অন্ডাল পুলিশকে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রিয়াঙ্কাকে উদ্ধারে সাহায্য করছে।
PREV
তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির নিশ্বাস জামুড়িয়া বাসির