তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির নিশ্বাস , বিকেল তিনটা থেকে চারটের মধ্যে জামুরিয়ার বিভিন্ন এলাকায় শুরু হল বজ্রবিদ্যুৎ সহ দমকা শীতল হাওয়া, সাথে সামান্য বৃষ্টিপাত।
কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ওঠানামা করছিল 40 – 42 এর ঘরে। এই গরমে পশু পাখি থেকে শুরু করে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। এর মাঝে বৃষ্টির আশাভরসা দেখতে পাচ্ছেননা সাধারণ মানুষ। অন্যদিকে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে যে দক্ষিণ বঙ্গের তিন থেকে চার জেলায় তীব্র তাপপ্রবাহের (হিট ওয়েব) সতর্ক বার্তা। হিট ওয়েবের জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমানের মধ্যে রয়েছে খনি অধ্যুষিত এলাকা জামুড়িয়া। যেহেতু জামুড়িয়া , খনি ও শিল্প অধ্যুষিত এলাকা তাই এই এলাকার মানুষজন অন্য সমস্ত এলাকা থেকে তাপ একটু বেশিই অনুভব করছে , যদিও এখন আধুনিক যুগ প্রতিটি বাড়িতে ফ্যান , এসি প্রভৃতির সুবিধা রয়েছে, তবুও বৃষ্টির জন্য আকাশপানে দিবারাত্রি চাতকের মতো চেয়ে রয়েছে।
তবে সেই হারে বৃষ্টি না হলেও আজ বিকেলের দিকে জামুড়িয়ার বিভিন্ন এলাকায় ব্রজবিদূৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গেল। এলাকার মানুষজন জানাই এক পষলা বৃষ্টিতে গাজ্বালানো গরম থেকে ক্ষণিকের স্বস্তি মিললেও আবারও চাঁদিফাটা তাপ নামতে পারে। উল্লেখ্য , আবাহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আরো দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। অন্যদিকে আরো জানা যায় যে বৃহস্পতি কি শুক্র বার থেকে স্বস্তি মিললেও মিলতে পারে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে।
PREV
পশ্চিম বাংলায় লক্ষ্মী ভান্ডারেই লক্ষ্মী লাভ তৃনমূল কংগ্রেসের। সবুজ ঝড়ে উড়ে গেল গেরুয়া