পশ্চিম বাংলায় লক্ষ্মী ভান্ডারেই লক্ষ্মী লাভ তৃনমূল কংগ্রেসের। সবুজ ঝড়ে উড়ে গেল গেরুয়া

স্পষ্ট বার্তা, আসানসোল ৪টা জুনঃ-

মমতা ব্যানার্জীর সবুজ ঝড়ে উড়ে গেল গেরুয়াপশ্চিম বাংলায় সবুজে সবুজ,ক্ষীণ হল গেরুয়ারাজ্যের মোট ৪২টি আসনের মধ্যে তৃনমূল কংগ্রেস জয়ী হয় 30টি আসনে এগিয়ে,  বিজেপি জয় লাভ কর11টি আসনে এগিয়ে ,কংগ্রেস ১টি আসনে এগিয়ে। পশ্চিম বাংলায় লক্ষ্মী ভান্ডারেই লক্ষ্মী লাভ তৃনমূল কংগ্রেসের। 

আসানসোল লোকসভা কেন্দ্রেও বিজেপি কে হারিয়ে জয় হাসিল করল তৃনমুল।  ভোট লড়াইয়ে অনেকটাই দূরে থাকল সিপিআইএমগত ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন হলেও গোটা দেশে ১জুন পর্ব শেষ হয়আজ অর্থাৎ জনু ছিল ভোটের ফলাফলসকাল থেকেই শুরু হয় ভোট গননার কাজ

আসানসোেল লোকসভা কেন্দ্রের জন্য গণনাকেন্দ্র করা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজেসকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনাপর্বশুরুর দিকে বিজেপি এগিয়ে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বিজেপির ব্যাংকে ভোট কম তৃণমুলের ব্যাংকে ভোটের সংখ্যা বাড়তে থাকে

শেষ রাউন্ডের পরে ফলাফল আসানসোল লোক সভা  কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া কে 59564 টি ভোটের ব্যবধানে হারিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয় লাভ করেন। 

দেখে নেব কে কত ভোট পেয়েছে

 

 

 

১. সিপিআইএমের প্রার্থী জাহানারা খান –105964

২. বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া – 546081

৩. তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা- 605645

৪. এসইউসিআই(সি) এর প্রার্থী অমর নাথ চৌধুরী -4358

৫. আইএনডি প্রার্থী দীপিকা বাউরী -10647

৬. আইএনডি প্রার্থী সুজিত পাল – 4760

৭. বিএসপি প্রার্থী সানি কুমার সা- 8575

8. নোটা – 15510

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *