গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক নাবালক

স্পষ্ট বার্তা, আন্ডাল ২৭মে:-

মায়ের বকুনি খেয়ে আত্মঘাতী হলো অভিমানী নাবালক। মৃত নাবালকের নাম মোহিত কুমার (১০)।
অন্ডাল থানার কাজোরা মোড় মাঝি পাড়ার বাসিন্দা ছিল বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে মোহিতের বাবা-মা আলাদা থাকেন । মোহিত থাকতো তার মা তার মা সোনি দেবীর কাছে। স্থানীয় একটি সরকারি স্কুলে পড়তো সে। সোমবার সকালে কয়েকজন বন্ধুর সাথে সে বাড়িতে না বলে সিঙ্গারণ নদী যায় স্নান করতে । বাড়ি ফিরতে দেরি হয় । দেরিতে বাড়ি ফিরলে মা সোনি দেবী তাকে বকাঝকা করে । এতে অভিমান হয় নাবালক মোহিতের ।‌ কাউকে কিছু না বলে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয় মোহিত । কিছুক্ষণ পর সোনি দেবী ঘরে ঢুকতে গেলে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ রয়েছে । মোহিতকে ডাকাডাকি করা সত্ত্বেও দরজা না খোলায় পাড়া-প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভাঙা হয় । ঘরের ভিতরে দৃশ্য দেখে সবাই হতবাক । ঘরের মধ্যে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলছে মোহিতের নিথর দেহ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ । ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় তারা । ঘটনার খবর চাউর হতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া । সামান্য বকাবকি করাতে ছেলে যে এমন কাণ্ড করবে তা ভাবনাতেই আসেনি বলে কাঁদতে কাঁদতে জানান সোনি দেবী ।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *