জামুড়িয়ার ব্লক -১ তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে চাদা নজরুল মঞ্চে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়ে ছিল মঙ্গলবার। এই বিজয়া সম্মেলন অনুষ্ঠান থেকে জামুড়িয়ার পুরানো তৃণমূল কংগ্রেসের সদস্যদের সম্মানিত করা হয়। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত সকলকেই সম্মান দেওয়া হয়ে৷ এই অনুষ্ঠান থেকেই আগামী লোকসভা নির্বাচনে সকলকে একজোট হয়ে লড়াই করার আহ্বান দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠান শেষে বিধায়ক হরেরাম সিং জানান, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে দেশের মানুষ চরম সঙ্কটে। পাশাপাশি বাংলার মানুষ কেন্দ্রের বিভিন্ন সুয়োগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই ব্যবহার করে রাজ্যে নেতা মন্ত্রীদের হেনস্তা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন সামনেই লোকসভা নির্বাচন, সবাইকে হাতে হাত মিলিয়ে লড়াইয়ে নামতে হবে। তিনি বলেন আগামী লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে তৃণমূল কংগ্রেস।
এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলায় তৃনমুল কংগ্রেসের জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরী, বিধায়ক হরেরাম সিং, মেয়র পারিষদ সুব্রত অধিকারী, প্রাক্তন সভাধিপতি সুভদ্রা বাউরী, অনিমেষ ব্যানার্জী, বোরো চেয়ারম্যান সেখ সান্দার সহ আরও অনেকেই।
PREV
গ্রামে দুর্গাপূজা না থাকায়, দুর্গাপূজার মতোই ধুমধামেই হয় মা লক্ষ্মীর আরাধনা