
অস্থায়ী সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার জামুড়িয়ায়
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৭অক্টোবর :-
বিডিও অফিস চত্বরেই ঝুলন্ত দেহ উদ্ধার হল এক অস্থায়ী সাফাই কর্মীর। মৃত অস্থায়ী সাফাই কর্মীর নাম বিমল বাউরী। বছর 65 বলে জানা গিয়েছে। ঘটনা টি ঘটেছে জামুড়িয়ার বিডিও অফিস চত্ত্বরে।
জানা গিয়েছে আজ সকালে বিডিও অফিসের আবাসিকরা বিডিও অফিসের ভেতর একটি গাছে বিমল বাউরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রের খবর দীর্ঘ কয়েক বছর ধরে বিমল বাউড়ি জামুড়িয়া বিডিও অফিসে সাফাই কর্মীর কাজ করতেন। প্রতিদিনের মতো আজও সকাল ছটা থেকে সাতটার মধ্যে তিনি বিডিও অফিসে আসেন। তার পরেই এই ঘটনা সামনে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জামুড়িয়ার বিডিও অরুনালোক ঘোষ। যদিও এই বিষয় নিয়ে কোন কথা বলতে চাইনি তিনি।
পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী বলে অনুমান স্থানীয়দের। ঘটনার তদন্তে নেমে জামুড়িয়া থানার পুলিশ।