মানসিক ভারসাম্যহীন যুবককে, তার পরিবারের হাতে তুলে দিলো রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ

স্পষ্ট বার্তা রানীগঞ্জ ২০সেপ্টেম্বর :-

রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়ির অন্তর্গত জেমারি গ্রামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে যত্রতত্র ঘুরতে দেখে তাকে উদ্ধার করে নিমচা ফাঁড়ির পুলিশ। পরে তাকে নিজেদের কাছে রেখে তার সাথে মিলেমিশে তার নাম পরিচয় জেনে তাকে তার পরিবারের লোকেদের হাতে তুলে দেন নিমচা ফাঁড়ির পুলিশ।পুলিশের এই ভুমিকায় স্বাভাবিকভাবেই খুবই খুশি ওই মানসিক ভারসাম্যহীন যুবকের পরিবারসহ নিমচা এলাকার বাসিন্দারাও।
জানা গেছে,চলতি মাসের আট তারিখ জেমারি গ্রামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে যত্রতত্র ঘুরে বেড়াতে দেখে পুলিশে খবর দেয় স্থানিয় বাসিন্দারা।এরপরেই পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের কাস্টাডিতে রেখে তার সাথে মিশে জানবার চেস্টা করে তার পরিচয়।এতে বেরিয়ে আসে ওই যুবকের নাম সিন্টু কুমার।সে বিহারের গয়া জেলার ভিষনুপদ থানা এলাকার বাক্সুবিঘার বাসিন্দা।এরপরেই সেখানকার থানায় যোগাযোগ করে তার পরিবারের লোকেদের জানানো হয় এবং রানিগঞ্জ এসে সিন্টুকে নিয়ে যেতে বলা হয়।কিন্তু অর্থনৈতিক ভাবে সচ্ছল না হওয়ার কারনে তারা রানিগঞ্জ আসতে পারবে না জানতে পেরে শেষমেশ রানিগঞ্জ থানার আধিকারিকের সহযোগিতায় নিমচা ফাঁড়ির পুলিশ বিহারের গয়া জেলার ওই থানায় গিয়ে ওখানকার লোকাল পুলিশে ও মুখিয়ার সামনে ওই যুবককে তার ভাই মনোজ রামের হাতে তুলে দেন।সিন্টুকে ফিরে পেয়ে খুব খুশি হয় তার পরিবারের সদস্যরা।ওখানকার মুখিয়া পশ্চিম বাংলার পুলিশের এই ভুমিকার খুব প্রশংসা করেন।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *