ভোটের আগে নেতা বা নেতৃরা মানুষের দুয়ারে দুয়ারে আসে আর ভোট পেরোলেই তাদের ভুলে যায়, এই ধারনা পাল্টাতে চাই জেলা পরিষদের জয়ী প্রার্থী পুতুল ব্যানার্জী

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১৬ জুলাইঃ-

ভোট পরবর্তী হিংসার খবর যখন সংবাদের শিরনামে, ঠিক তখনই জামুড়িয়ায় দেখা গেলো এক অন্য ছবি। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীরা এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জানাচ্ছেন। জামুড়িয়া ব্লক দুয়ের জেলা পরিষদের জয়ী প্রার্থী পুতুল ব্যানার্জীর নেতৃত্বে জামুড়িয়ার বিভিন্ন এলাকায় জয়ী প্রার্থীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভোট দিয়ে জয়ী করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। শনিবার সকাল থেকে জামুড়িয়া ব্লক দুয়ের কেন্দা অঞ্চলের বিভিন্ন এলাকায় কেন্দা পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের নিয়ে মানুষের সাথে দেখা করেন এবং তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।এবার পঞ্চায়েত ভোটে কেন্দা গ্রাম পঞ্চায়েতের ৯ টি আসনের মধ্যে ৯টি ,২ টি সমিতির মধ্যে ২ টি এবং জেলা পরিষদও তৃনমুলের দখলে।
পুতুল ব্যানার্জী জানান সাধারণ মানুষের মনে ধারনা আছে ভোটের আগে নেতা বা নেতৃরা আমাদের দুয়ারে আসে আর ভোট পেরোলেই আমাদেরকে ভুলে যায়। ছোট ছোট কাজের জন্য নেতাদের পিছন পিছন ঘুরতে হয়। কিন্তু আমরা সেই চিরাচরিত ধারনা পালটাতে মানুষের কাছে এসেছি। যে আমরা তোমাদের সাথে তোমাদের পাশে ভোটের আগেও ছিলাম আর ভোটের পরেও আছি।
আজকে জেলা পরিষদ জয়ী প্রার্থী পুতুল ব্যানার্জীর সাথে ছিলেন কেন্দা গ্রাম সংসদের জয়ী প্রার্থী খুশী গোপ, কালিচরন বাদ্যকর, বুধনী মুর্মু, রিঙ্কু পাসওয়ান, দেবাশীষ চ্যাটার্জী, ললিতা যাদব, তারাশংকর সেনগুপ্ত, মদন কেশরী ও কুসুম বাউরী, পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী জগন্নাথ গোপ, তানিয়া চ্যাটার্জী সহ আরও অনেকেই। প্রার্থীদের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *