প্রচার কে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। রানীগঞ্জের রতিবাটি পঞ্চায়েতের চাপুই গ্রামের ঘটনা। দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় অগ্রিমিত্রা পাল সহ বিজেপি সমর্থকদের
রবিবার রানীগঞ্জের রতিবাটি পঞ্চায়েতের চাপুই গ্রামে বিজেপির প্রচার আটকে বিজেপি প্রার্থী ও কর্মীদের মারধরের অভিযোগ বিজেপি নেত্রী অগ্নিমিত্র পালের। অন্যদিকে মমতা ব্যানার্জীকে গালিগালাজ করেছে এবং তাদের কর্মীদেরকে মারধর করে ফ্লেক্স ও বেনার ছিড়ে দেওয়ার পাল্টা অভিযোগ তৃণমূলের নেতা বিনোদ নুনিয়ার। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
অভিমিত্রা পাল জানান তাদের দলীয় প্রার্থী প্রাচার চলাকালীন তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী প্রচারে বাধা দেন। এই এলাকায় প্রচার করা যাবে না বলে হুশিয়ারি দেন বিনোদ নুনিয়া। এর প্রতিবাদ জানালে তাদের প্রার্থী ও দলীয় কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অগ্রিমিত্রা পাল অভিযোগ করেন। অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন বিনোদ নুনিয়া তাদের কর্মীদের গুলি করে হত্যা করারও হুমকি দিয়েছে।
অপরদিকে রাণীগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা ওই এলাকার তৃণমূল নেতা বিনোদ নুনিয়া জানান তারা দলীয় কার্যালয়ে আসন্ন ভোট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় গুটিকয়েক বিজেপি কর্মী সমর্থক তাদেরকে উদ্দেশ্য করে মমতা ব্যানার্জি চোর বলে শ্লোগান দেন। এর প্রতিবাদ জানালে বিজেপি কর্মী সমর্থকরা তাদের উপর চড়াও হয়ে তাদের ফ্লেক্স ব্যানার ছিড়ে দেয়। তাদের একাধিক কর্মী আহত হয়েছেন। বিনোদ বাবু জানান এ এলাকায় বিজেপি কোন প্রার্থী দিতে পারেনি। তাও এলাকাকে উত্তপ্ত করতে তারা এই এলাকায় প্রচার করে তাদের নেত্রীর উদ্দেশ্যে কটুক্তি করছেন। বিজেপি কর্মীদের উপর কোন হামলা করা হয়নি। দলকে বদনাম করার জন্য বিজেপি অপপ্রচার করছে।