
আদিবাসীদের কচি কাঁচা বাচ্চাদের স্কুল মুখী করার উদ্দেশ্যে সুপার শক্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রাথমিক স্কুল উপহার
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১৯মেঃ-
আদিবাসীদের কচি কাঁচা বাচ্চাদের স্কুল মুখী করার উদ্দেশ্যে সুপার শক্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে জামুরিয়া পূর্ব দামোদরপুর আদিবাসী পাড়ায় একটি প্রাথমিক স্কুল উপহার দিলেন। এই স্কুল পেয়ে এলাকার আদিবাসীরা দারুন খুশি। ধন্যবাদ জ্ঞাপন করলেন সুপার শক্তি ফাউন্ডেশনের সমস্ত আধিকারিকদের।
এই বিদ্যালয়টিতে একটি বারান্দা সহ দুটি কক্ষ রয়েছে। বারান্দা সহ দুটি কক্ষতেই বাচ্চাদের জন্য পড়াশোনা করার সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। এদিন ফলক উন্মোচক করে শুভ উদ্বোধন করলেন সুপার শক্তি ডাইরেক্টর সুদীপ্ত ভট্টাচার্য। এরপর বিদ্যালয়ে ফিতে কেটে শুভ উদ্বোধন করেন ওই গ্রামেরই বছর ৭০ এর এক আদিবাসী মহিলা লগনি কোল।
উদ্বোধনী অনুষ্ঠানে সুদীপ্ত বাবু ছাড়াও উপস্থিত ছিলেন , চেতন ইয়াগ্নিক, সিএসআর প্রধান ইশান জৈন, এইচ আর নয়ন খা, জামুড়িয়া থানা আধিকারিক রাহুলদেব মন্ডল, পিন্টু দত্ত সহ আরো অনেকেই।
সুপার শক্তির ডাইরেক্টর সুদীপ্ত ভট্টাচার্য বলেন আমরা সারা বছরই সিএস আর থেকে এলাকায় বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। বিশেষ করে করনা আবহয়ে আদিবাসী সমাজের বাচ্চা কাচ্চারা স্কুল ছুট হয়ে গেছে। এই এলাকার বাচ্চারা প্রাথমিক স্কুল যাওয়ার আগেই যাতে নূন্যতম শিক্ষা অর্জন করতে পারে তার প্ৰচেষ্টা করছি। তিনি জানান এখন ৪০ জন বাচ্চা নিয়েই পড়াশুনা শুরু হবে। দুজন শিক্ষক থাকবে। আজ প্রতিটি বাচ্চাদের হাতে পড়াশুনা সামগ্রী সহ একটি স্কুল ব্যাগ তুলে দেওয়া হয় বলে তিনি জানান।