এলাকায় বেকারদের চাকরি দূষণ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে সহ সাতটি সংগঠনের পক্ষ থেকে আগামী চার মে কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হবে। এ ব্যাপারে আজ সাংবাদিক সম্মেলন করে জানালেন সংগঠনের নেতৃবৃন্দ

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২মেঃ-

চাকরি সহ বিভিন্ন দাবি নিয়ে ৪ঠা মে বামফ্রন্টের ৭টি সংগঠন গন ডেপুটেশনের ডাক দিয়েছে। ওই কর্মীসূচীকে কেন্দ্র করে মঙ্গলবার জামুড়িয়া অজয় জোনাল অফিসে এক সাংবাদিক সম্মেলন করলেন ওই সংগঠনের নেতৃবৃন্দরা।  

সাংবাদিক সম্মেলনে তারা বলেন ৯০ দশকে বাম আমলে জামুড়িয়ার শিল্প তালুক তৈরি হয়েছিল বেকারদের কর্মসংস্থানের জন্য সেই সময় তারা বলেছিল ধাপে ধাপে কর্মসংস্থান করা হবে কিন্তু এরপর ২০১১ সালে সরকার পরিবর্তন হয়। তারপর থেকে স্থানীয় বেকারদের চাকরি হচ্ছে না শাসক দলের একটি চক্র বহিরাগতদের কাছে টাকা নিয়ে চাকরি দিচ্ছে। এলাকার মানুষ কারখানার ধুলো ধোয়া ভোগ করছে। আর কাজ থেকে বঞ্চিত হচ্ছে এলাকার বেকার যুবকেরা। এমনকি কারখানা কর্তৃপক্ষ প্রশাসন ও শাসক দলের সাহায়্য নিয়ে বন বিভাগের জমি দখল করে নিচ্ছে।  তাছাড়াও কারখানা গুলিতে শাসক দলের তোলাবাজী, শ্রমিকদের ৮ ঘণ্টার বেশী কাজ করাচ্ছে, প্রতিটি কারখানায় এ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখার দাবি রয়েছে বলে জানান সাংবাদিকদের কাছে। এলাকার মানুষকে চাকরি দিতে হবে তার জন্যই বৃহত্তর আন্দোলনের পথে নেমেছেন বলে তারা জানান।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফের বুদ্ধদেব রজক, সিআইটিইউ এর সঞ্জয় চ্যাটার্জী, শুভাশিস মন্ড্‌ল, ভরত পাসোয়ান,‌ দিলীপ বাউরী, বাদল কর্মকার, এসএফআই এর সুপ্রিয় চ্যাটার্জী।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *