নিজের গাড়ির মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হল এক বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। মৃত বিজেপি কর্মীর নাম রাজেন্দ্র সাউ রানীসায়েরের বাসিন্দা বলে জানা গিয়েছে।ঘটনাটি ঘটেছে চাঁদা মোড় সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের উপর।ঘটনার পরে দু নম্বর জাতীয় সড়কের ওই অংশে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা।দলের নেতার মৃত্যুর খবর পেয়ে এলাকায় ছুটে আসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে।
জানা গেছে রাজেন্দ্র সাউ রানীগঞ্জের ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।আগে একটি গোলদারি দোকান ছিল বর্তমানে একটি স্কোরপিও গাড়ির মালিক।পাশাপাশি বিজেপির সক্রিয় কর্মী ও আসানসোল পুরনিগমের ৩৩ নং ওয়ার্ডের বিজেপির কনভেনার ছিলেন বলেও জানা গেছে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে রাজেন্দ্র সাউকে জামুড়িয়া থানার ২ নম্বর জাতীয় সড়কের চাঁদা মোড়ের কাছে দূর্গাপুর থেকে আসানসোল দিকে যাওয়ার লেনে একটি স্করপিও গাড়ির চালকের সিটে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।গাড়ির কাছে রাস্তায় পড়েছিলো একটি খালি কার্তুজ।পুলিশ ঘটনার খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতাল নিয়ে যায়।সুত্রে জানা গিয়েছে খুব কাছ থেকে মাথার নিচে কানের পাশে গুলি করে খুন করা হয়েছে। তবে কি কারনে রাজেন্দ্রকে খুন হতে হল সেই নিয়ে তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।
PREV
পঞ্চায়েত নির্বাচনের আগেই গ্রামীন এলাকায় দলকে মজবুত করার লক্ষ্যে হাজির হলেন বিজেপি নেত্রী তথা হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায়
এলাকায় বেকারদের চাকরি দূষণ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে সহ সাতটি সংগঠনের পক্ষ থেকে আগামী চার মে কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হবে। এ ব্যাপারে আজ সাংবাদিক সম্মেলন করে জানালেন সংগঠনের নেতৃবৃন্দ