পঞ্চায়েত নির্বাচনের আগেভাগেই বিজেপির গ্রামীণ কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা ও দলকে মজবুত করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে জামুড়িয়ার গ্রামীন এলাকায় হাজির হলেন বিজেপি নেত্রী তথা হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি রাজ্যব্যাপী নানা ঘটনার প্রবাহকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একের পর এক তুলে ধরলেন তার কথায়। এ দিন তিনি বাবুল সুপ্রিয়র লোগো প্রসঙ্গে বলতে গিয়ে জানান লোগো কারোর ব্যক্তিগত বিষয় হতে পারে না বাবুল সুপ্রিয় যখন তাদের দলে ছিল তাকে নানান সুবিধা দেওয়া হয়েছিল দল থেকে সুতরাং যে দল থেকে এত সুবিধে পাওয়া হয়েছে সেই দলকে নিয়ে কোন খারাপ কথা বলতে নেই বলেই দাবি করলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভা প্রথম দিনে ব্যালট লুট করার বিষয় প্রসঙ্গে তিনি দাবি করলেন এটা পঞ্চায়েত ভোটের একটা রিহার্সেল হল যা দেখে গ্রামীণরা বুঝতে পারছেন যে কিরূপ তৃণমূল দল ভোট লুট করতে হয় তার ট্রেনিং দিচ্ছেন। কালিয়াগঞ্জ এর বিষয় প্রসঙ্গে তিনি দাবি করেন এই ঘটনাকে ক্রমশই রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে তৃণমূল, যারা দোষী তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না, সমস্ত ঘটনাকেই ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া চলছে সঠিক কোন তদন্তয়ে করছে না তারা, তিনি এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষের সুরে বেধেন। কুলটির গরু পাচার কান্ডের ঘটনা প্রসঙ্গে তিনি সমস্ত ঘটনার তদন্ত করার দাবি জানিয়েছেন।