
বিস্ফোরক সহ গ্রেফতার এক ব্যাক্তি
স্পষ্ট বার্তা, রানীগঞ্জ ২৪এপ্রিলঃ-
রবিবার দুপুরে অভিযান চালিয়ে পুরাতন এগারা এলাকা থেকে এক ব্যাক্তির কাছ প্রায় ৯০টি ডিটনেটার ও জিলোটিন স্টিক উদ্ধার করল রানীগঞ্জ থানার পুলিশ। ওই ব্যাক্তির নাম কৃষান বাউরী, বাঁকুড়া মেজিয়া থানার ভুলুই গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে পুলিশ গোপন সূত্রে খবর পায়, এক ব্যাক্তি বিস্ফোরক পাচারের উদ্যেশ্যে পুরাতন এগারা এলাকায় লুকিয়ে রয়েছে। এর পরেই অভিযান চালিয়ে কৃষান বাউরী নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে রানীগঞ্জ থানার পুলিশ। তার কাছ থেকে ৯০টি ডিটনেটার ও জিলোটিন স্টিক উদ্ধার হয়। পুলিশ ধৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে স্থানীয় এলাকায় সরবরাহ করার জন্য সে নিয়ে যাচ্ছিল। ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক মামলায় মামলা দায়ের করা হয়েছে। ওই ব্যক্তিকে পুলিশ সোমবার আসানসোল জেলা আদালতে তোলে। আগামীতে পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।