৩০ টি শষ্যা বিশিষ্ট নগর স্বাস্থ্য কেন্দ্র নির্মানের উদ্বোধন, এক বছরের মধ্যেই দমকল কেন্দ্রের কাজ শুরু হবে

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৩এপ্রিলঃ-

জামুড়িয়া আখলপুর স্বাস্থ্য কেন্দ্রের মধ্যের নতুন করে তৈরী হতে চলেছে ৩০ টি শষ্যা বিশিষ্ট নগর স্বাস্থ্য ভবন। রবিবার তার  শুভ উদ্বোধন করলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল কর্পোরেশনের মেয়র তথা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলার বিধান উপাধ্যায়, মেয়র পারিষদ সুব্রত অধিকারি, ১নং বোরো চেয়ারম্যান সেখ সান্দার সহ আরও অনেকাই।

এই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক হরেরাম সিং বলেন, ভোটে জিতার আগেই এলাকাবাসীদের কথা দিয়েছিলেন জামুড়িয়ায় প্রথমেই চারটা কাজ করব। যার মধ্যে প্রথম হাসপাতাল দ্বিতীয় দমকল কেন্দ্র তৃতীয়ত্ব গার্লস কলেজ ও চতুর্থ অজয় নদের ওপর দরবার ডাঙ্গা ঘাটে পাকা সেতু। তার মধ্যে প্রথম হাসপাতালের কাজ শুরু হয়ে গেল। দ্বিতীয়টি দমকল কেন্দ্র, যা ১ বছরের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। জামুড়িয়া বাইপাসে একটি সরকারি ফাঁকা জমি চিহ্নিত করা হয়ে গেছে। তৃতীয়ত্ব জামুড়িয়ায় গার্লস কলেজ। এই বিষয়ে মন্ত্রী ব্যাত্য বসুর সঙ্গে কথা হয়েছে। জায়গা পাওয়া গেলেই কাজ শুরু হয়ে যাবে। চতুর্থ অজয় নদের ওপর দরবার ডাঙ্গা ঘাটে পাকা সেতু নির্মান- এই বিষয়ে বিধানসভায় আলোচনা হয়েছে। কিন্তু এর খরচ অনেক বেশী থাকাই  এই বছর তা করা সম্ভব নই, আগামী বছর এই বিষয়টি নিয়ে আগে বাড়ানোর কথা বলেন তিনি।

তিনি বলনে ৬ নং ওয়ার্ডের বাসিন্দারা ভাগ্যশালী যে আসানসোল কর্পোরেশনের মেয়ক করে কাউন্সিলার করেছন। আমরা ভাবতে পারিনা এই বছরই এই ওয়ার্ডের জন্য ৫ কোটি টাকা উন্নয়নের জন্য ব্যয় করেছেন তিনি।

  

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *