
ডঃ ভীম রাও আম্বেদকরের ১৩২ তম জন্মজয়ন্তী পালিত হল জামুড়িয়ায়
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১৪এপ্রিলঃ-
সারা দেশের পাশাপাশি খনি অঞ্চল জামুড়িয়াতেও পালিত হল ১৩২ তম ডঃ ভীম রাও আম্বেদকরের জন্মজয়ন্তী। জামুড়িয়া বিধানসভার পড়াশিয়া কেন্দা ডাঙালে বাবা সাহেবের আবক্ষ মুর্তিতে মাল্যদান করে যৌথভাবে এক বিশাল মিছিলের আয়োজন করে বাউরি সমাজ, ভুঁইয়া সমাজ ও আকুড়িয়া সমাজের মানুষজনেরা। বাবা সাহেবের মুর্তিতে মাল্যদান করেন বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি। এর পরেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে ছিলটি কেন্দা ডাঙাল চানক থেকে, পড়াশিয়া গ্রাম, তেতুলতলা, পড়াশিয়া সাউথ হয়ে পড়াশিয়া মোড়ে অবস্থিত সিধু কানুর মুর্তিতে মাল্যদানের মাধ্যমে শোভাযাত্রাটি শেষ হয়।
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি ছাড়াও আকাশ বাউরি, নির্মল বাউরি, ভিকি বাউরি, দারা বাউরিসহ আরো অনেকেই।
ভুঁইয়া সমাজ থেকে উপস্থিত ছিলেন সন্দীপ ভুঁইয়া, অজয় ভুঁইয়া, বিজয় ভুঁইয়া, পুলিশ ভুঁইয়া সহ আরো অনেকেই। এবং আকুড়িয়া সমাজ থেকে উপস্থিত ছিলেন ভৈরব আকুড়িয়া, চন্দন আকুড়িয়া, ধনঞ্জয় আকুড়িয়া, দীপক আকুড়িয়া সহ আরো অনেকেই।