রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালের নার্স স্টাফ সহ বিভিন্ন কর্মচারীদের কোনো মাসেই নির্দেষ্ট সময়ে বেতন দেওয়া হয় না। এই অভিযোগ তুলে হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভে শামিল হয় হাসপাতালের সমস্ত কর্মীরা। তাদের অভিযোগ প্রত্যেকবারেই তিন থেকে চার মাস বাদে বাদের বেতন দেওয়া হয়। এমনকি দীর্ঘদিন হাসপাতালের কর্মীদের বেতন বৃদ্ধি করেনি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে তাদের ছাঁটাই করার হুমকি দেয় কর্তৃপক্ষ বলে বিক্ষোভকারি জানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রানীগঞ্জের আমড়াসোতা ফাঁড়ির পুলিশ।
হাসপাতালের ম্যানেজার হরিশঙ্কর দাস স্বীকার করেন তিন মাস ধরে বেতন দেওয়া হয়নি । তিনি জানান হাসপাতালের ফান্ডিংয়ের কিছু সমস্যা রয়েছে। মালিকের সাথে কথা বলেছি সেটি এই মাসের মধ্যে সমাধান হয়ে যাবে বলে তিনি জানান। বেতন বৃদ্ধি বিষয়ে তিনি বলেন মালিক কর্তৃপক্ষের সঙ্গে বসে আলোচনা করার পরেই সিদ্ধান্ত নেয়া যাবে।
প্রায় এক ঘণ্টা বিক্ষোভ চলার পরে খুব ম্যানেজার হরিশঙ্কর দাস দ্রুত বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারিরা।
PREV
ক্ষতিপুরনের দাবিতে সড়ক দুর্ঘটনায় মৃত দুই বিজেপি নেতার মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে গ্রামবাসী ও পরিবারের সদস্যরা