পাওনা টাকা না পাওয়ায় অপহরণে ছক তামার স্ক্র্যাপ ব্যাবসায়ীকে, তবে সেই ছক বানচাল করল জামুড়িয়া থানার পুলিশ। অপহরণ হওয়া ব্যাবসায়ী সহ চার জন অপহরণকারীকে আটক করে জামুড়িয়া শ্রীপুর ফাঁড়ির পুলিশ।
জানা গিয়েছে কাটোয়ার বাসিন্দা তামার স্ক্র্যাপ ব্যাবসায়ী সন্তোষ কুমার দে কে আজ ফিল্মি কায়দায় পানাগড়ের কাছে একটি চলন্ত বাস থেকে নামিয়ে অন্য একটি গাড়িতে তুলে অপহরণ করার চেষ্টা করে। এই বিষয়টি বাস চালক বুঝতে পেরে পুলিশে জানায়। তড়িঘড়ি খবর ছ্রিয়ে পড়ে সমস্ত থানায়। এর পরেই কয়েক ঘণ্টার মধ্যে জামুড়িয়া থানার ট্রাফিক গার্ডের পুলিশ ও শ্রীপুর ফাঁড়ির পুলিশ ওই গাড়িটি আটক করে। ওই গাড়িটি থেকে অপহরণ হওয়া ব্যাবসায়ীকে উদ্ধার করে পুলিশ। অপহরণকারীকে চার ব্যাক্তিকে আটক করে জামুড়িয়া থানার পুলিশ।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে স্ক্র্যাপ ব্যাবসায়ী সন্তোষ কুমার দে আসানসোল বাবুয়া তালার খান পট্টি এলাকার এক ব্যাবসায়ীর কাছে লক্ষাধিক টাকার সামগ্রিক ক্রয় করে। কিন্তু দীর্ঘ দিন ধরে সেই টাকা পরিশোধ করে নি সন্তোষ কুমার দে। এর পরেই সন্তোষ কুমার দে কে অপহরণের ছক কষে আসানসোলের ব্যাবসায়ী। সেই পরিকল্পনা মাফিক বৃহস্পতিবার ফিল্মি কায়দায় স্ক্র্যাপ ব্যাবসায়ী সন্তোষ কুমার দে অপহরণের চেষ্টা করে। কিন্তু তাদের পরিকল্পনা বানচাল করলো জামুড়িয়া থানার পু্লিশ।