
স্কুলছুট কমাতে ও ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে অভিনব উদ্যোগ রাস্তার মাস্টারের
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১৪ ফেব্রুয়ারিঃ-
অপেক্ষার অবসান, আর মাত্র কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হতে চলেছে, এর জন্য সকলেই উচ্ছ্বাসিত। কিন্তু দুঃখের বিষয় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এক ধাক্কায় চার লক্ষ কমে গেছে। গতবছর যেখানে ছিল ১১ লক্ষের মত, এবছর সেটি কমে দাঁড়িয়েছে ৭ লাখের কাছাকাছি। এ প্রধানতম কারণ কি? তা জানার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার ও স্কুল শিক্ষা দপ্তর তাদের তদন্ত শুরু করে দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, যেসব কারণগুলি প্রাথমিকভাবে সামনে আসছে সেগুলি হল, শিক্ষা ক্ষেত্রে করোনার পার্শ্ব প্রতিক্রিয়া, ছাত্র-ছাত্রীদের স্কুল আসার প্রতি অনীহা, স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাওয়া, বাল্যবিবাহ ও শিশু শ্রম। একইসঙ্গে ওনারা আরো জানাচ্ছেন যে এখন থেকে কঠোর হাতে এই সমস্যার সমাধান না করলে আগামী দিনে এর ফল আরও ভয়াবহ হতে পারে। জামুড়িয়া এলাকার যে সব পড়ুয়ারা স্কুল যাচ্ছেনা তাদের খোঁজ খবর নিতে বাড়ি বাড়ি পৌছে গেলেন রাস্তার মাস্টারমশাই দ্বীপনারায়ন নায়ক। তিনি সেই সব পড়ুয়াদের বাড়িতে গিয়ে স্কুল না যাওয়ার কারন যেনে সমাধানের পথ বের করার জন্য অবিভাবকদের সাথে দেখা করেন এবং তাদের স্কুলে যাওয়ার জন্য অনুরোধ করেন।