ইসিএল গ্রামবাসীদের দেওয়া প্রতিশ্রুতি না রাখায় কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় গ্রামীনরা

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৪ডিসেম্বরঃ-

ইসিএল গ্রামবাসীদের দেওয়া প্রতিশ্রুতি না রাখায় কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় গ্রামীনরা। ইসিএল কর্তৃপক্ষ তাদের দাবি পুরন না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়া যাওয়ার হুশিয়ারি গ্রামবাসীদের। ঘটনাটি জামুড়িয়া থানার চিচুড়িয়া পঞ্চায়েত এলাকার ডাঙ্গাল পাড়ায়।

স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে ইসিএল এলাকায় মানুষদের কাছে জমি কিনে ১৯৯০ সালে সেই জমি অধিগ্রহণ করে। সেই সময় ওই একই দাগে প্রায় ৭০০টি পরিবার বসবাস করত। ইসিএল কর্তৃপক্ষ এই সব পরিবারদের ফ্রি বিদ্যুৎ, পানিয় জল, রাস্তা সহ বেশ কিছু পরিসেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। গ্রাগবাসিদের অভিযোগ ইসিএল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তাদের কোন  প্রতিশ্রুতি পুরন করেনি। এমন কি অন্য জায়গা থেকে প্রায় ৩০০টি পরিবারকে এনে বসানো হয়। যার ফলে এলাকার লোকদের কর্মসংস্থানে বিরূপ প্রভাব পড়ছে। তাছাড়াও গত 100 বছর ধরে স্থানীয় যুবকরা যে ফুটবল খেলার মাঠটি ব্যবহার করে আসছে সেই মাঠটিও ইসিএল দখল করার চেষ্টা চালাচ্ছে। তাই ফ্রি বিদ্যুৎ না আসা  পর্যন্ত কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাবে বলে তারা জানায়। তবে এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের কাছে কোনো প্রতিক্রিয়া পাওয়া জানানি।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *