মঙ্গলবার রাতে গোপনসুত্রে খবর পেয়ে বিজপুর জঙ্গলের মধ্যে অবৈধভাবে লোডিং হওয়ার সময়েই একটি কয়লা বোঝাই ডাম্পারসহ এক ব্যাক্তিকে আটক করে জামুড়িয়া থানার পুলিশ। কোনো বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ওই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যাক্তির নাম ভীম গরাই জামুড়িয়ার মন্ডলপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল মোবাইল ডিউটি করবার সময় পুলিশের কাছে খবর আসে যে বীজপুরে জঙ্গলের মধ্যে একটি ঝাড়খণ্ড নাম্বারের ডাম্পারে অবৈধ কয়লা লোড হচ্ছে। সেইমত ঘটনাস্থলে পুলিশ পৌছালে পুলিশ দেখে সেখানে একটি ডাম্পারে কয়লা বোঝাই হচ্ছে।পুলিশকে দেখে দশ বারো জন পালিয়ে গেলেও মন্ডলপুরের বাসিন্দা ভীম গরাইকে পুলিশ গ্রেফতার করে। সেখান থেকে পুলিশ কয়লাভর্তি JH10AQ-7654 নং এর ডাম্পারটি আটক করে সাথে একটি শাবল,একটি কাটা,আরো এক মেট্রিক টনের বেশি কয়লা, দুটো বাস্কেট উদ্ধার করে। আজ ধৃত ভীম গরাইকে আসানসোল আদালতে তুলে পুলিশি রিমান্ডের আবেদন করবে বলে পুলিশ সুত্রের খবর।
এই অবৈধ কয়লা মামলায় বীজপুরের কমল বাউরি,জামুড়িয়ার জোড়াপুকুরের সোনু যাদব, মন্ডলপুরের সরোজ গরাই, ভীম গরাই,আখলপুরের শেখ রাবিউল,মারাফারির সমির খান সহ বেশ কয়েকজনের নামে কেস করেছে।এরা এলাকার বিভিন্ন কোলিয়ারির থেকে কয়লা অবৈধবাবে চুরি করে জমা করে এলাকার বিভিন্ন ফ্যাক্টরিতে ও বাইরে চালান করার চেস্টা করছিলো বলেই পুলিশ সুত্রে জানা গেছে।
PREV
পিছু ধাওয়া করে চোরাই বাইকসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করলো জামুড়িয়া থানার পুলিশ