পান্ডবেশ্বরে খোলামুখ খনির উদ্বোধন করলেন ইসিএলের ডিটি এবং স্থানীয় বিধায়ক

স্পষ্ট বার্তা, পান্ডবেশ্বর ১১ অক্টোবরঃ-
পাণ্ডবেশ্বর বিধানসভার শোনপুর বাজারি কয়লাখনিতে উদ্বোধন হলো নতুন বেসরকারি খোলামুখ খনির।মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এর যৌথভাবে উদ্বোধন করেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং ইসিএলের ডিরেক্টর অফ টেকনিক্যাল(DT)জয়প্রকাশ গুপ্তা।
জানা গেছে ইউনাইটেড কোল কেরিয়ার নামক সংস্থার উদ্যোগে এই খোলামুখ খনিটি পরিচালিত হবে।এই খোলা মুখ খনির কাজ করার সময়সীমা দু’বছর এবং এই দুই বছরে ১৬৬ লক্ষ কিউবিক মিটার মাটি কেটে কয়লা উত্তোলনের কাজ করা হবে। এই প্রজেক্টটির আনুমানিক ব্যয় দুইশো কোটি টাকা হবে। ECLসংস্থার আধিকারিক জয়প্রকাশ গুপ্তা বলেন এই কর্মযজ্ঞের ফলে সাধারণত এই এলাকার প্রচুর বেকার যুবকরা কাজে নিযুক্ত হতে পারবেন এবং এই খনি সোনপুর বাজারি খনির ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন করে তৈরি হচ্ছে।
পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন স্থানীয় পাণ্ডবেশ্বরসহ শিল্পাঞ্চল এলাকায় আর্থসামাজিক উন্নতিতে এই বেসরকারি খনিগুলির ভূমিকা যথেষ্ট রয়েছে।এই খনিগুলিতে কাজ চালুর ফলে এলাকার প্রায় শতাধিক যুবকরা কাজে নিযুক্ত হতে পারবেন।এছাড়াও স্থানীয় প্রচুর মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হবেন।
আজকের উদ্বোধনি অনুষ্ঠানে ইসিএলের ডিটি,পান্ডবেশ্বরের বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন শোনপুর বাজারি প্রজেক্টের জেনারেল ম্যানেজার আনন্দ মোহন,সোনপুর বাজারি এরিয়া পার্সোনাল ম্যানেজার আবির কুমার মুখোপাধ্যায়,পাণ্ডবেশ্বর ব্লকের inttuc ব্লক সভাপতি রামচরিত পাসোয়ান, সভাপতি কিরীটী মুখার্জি ,যুব সভাপতি নরোত্তম মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *