পুজোর ৪দিন অসহায় মানুষদের পাশে থেকে তাদের আনন্দ ভাগ করে নেওয়া কত যে তৃপ্তি তার প্রমান দিলো বিসিডিএর পাণ্ডবেশ্বর ইউনিট ও রানীগঞ্জ জোনের সদস্যরা এবং তাদের বন্ধুরা
স্পষ্ট বার্তা, পান্ডবেশ্বর ৪ অক্টোবরঃ-
সত্যি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করে যে আনন্দ ও মনের যে তৃপ্তি হয় তা শুধু সেই ব্যক্তিই জানেন যে কোনো দিন অসহায় মানুষকে সাহায্য করেছেন। সেই আনন্দ ও তৃপ্তি পাওয়ার জন্য পুজোর চারদিন বাইরে ঘুরাঘুরি না করে নিজেরা ভুরি ভোজন না করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে পেট ভরে ভালো-মন্দ খাবার মুখে তুলে দিল বিসিডিএর পাণ্ডবেশ্বর ইউনিট ও রানীগঞ্জ জোনের সদস্যরা এবং তাদের বন্ধুরা।
পান্ডবেশ্বর বিধানসভার হরিপুর গ্রাম পঞ্চায়েতে আঙারগড়িয়া নামে একটি আদিবাসী বস্তি রয়েছে। সেখানে দিন আনা দিন খাওয়া মানুষের বাস। এবার মহালয়ার দিনে ঐ আদিবাসী বস্তিতে পথশিশুদের বস্ত্র বিতরন অনুষ্ঠান করতে গিয়ে বিসিডির পাণ্ডবেশ্বর ইউনিট ও রানীগঞ্জ জোনের সদস্যদের ইচ্ছা হয় এই বছর দুর্গাপুজোর আনন্দ তাদের সাথেই ভাগ করে নেবে। এর পরেই বিসিডিএর সদস্যরা তাদের বন্ধুদের সাথে এই বিষয়ে আলোচনা করলে তারাও রাজী হয়ে যায়। পুজোর সপ্তমী থেকে দশমী এই ৪দিন খাওয়া দাওয়া থেকে শুরু করে আদিবাসী পাড়ায় সময় কাটিয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেই তারা। সপ্তমীর দিন নিরামিষ অন্ন, অষ্টমীর দিন ময়দা ও নবমীর দিনে মাংস ভাত খাওয়ার ব্যাবস্থা করেন তারা। আগামীকাল দশমীর দিনে মাছ ভাত খাওয়ানোর কথা জানান আয়োজকেরা।
পেশায় ওষুধ ব্যাবসায়ী বিদ্যুৎ বাগ জানান বিসিডিএ পান্ডবেশ্বর ইউনিট ও রানিগঞ্জ জোনের পক্ষ থেকে প্রতিবছরই বিভিন্ন ভাবে অসহায় মানুষদের পাশে থেকে সাহায্য করে থাকে। এই বছর বিসিডিএ পান্ডবেশ্বর ইউনিট ও রানিগঞ্জ জোনের পক্ষ থেকে মহালয়ার দিনে পথশিশুদের বস্ত্র বিতরন অনুষ্ঠান করতে এই গ্রামে এসে এদের সাথে এই বছরের পুজো কাটানোর ব্যাক্তিগত ইচ্ছে হয়। এই বিষয়ে বেশ কিছু বন্ধুদের সাথে আলোচনা করলে তারাও রাজি হয়ে সবাই মিলে এই সুন্দর আয়োজন করেন। তিনি বলেন এই গ্রামটিতে ১৩ টি আদিবাসী পরিবারের বাস। এই পুজোতে তাদের সাথে সময় কাটাতে পেরে খুবই আনন্দিত বোধ হচ্ছে। আদিবাসী এলাকার মানুষজনেরাও তাদের কর্ম কান্ডে খুশি। এক মুখ হাঁসি নিয়ে তাদের ধন্যবাদ ও আর্শিবাদ দিতে ভুলে নি তারা।
বিদ্যুৎ বাগ জানান এই সুন্দর কর্মকান্ডের জন্য যারা প্রধান ভুমিকায় রয়েছেন তারা হলেন গোষ্ট মন্ডল, বংশী রায়, ড: বাসুদেব কেশরি, বাবলু বার্নওয়াল, অমিতাভ মিত্র, আশিস চক্রবর্তী, রাজু গাঙ্গুলী, শুভেন্দু সিংহ এবং পুরো বাগ পরিবারের সমস্ত জুনিয়ার টিম।