কাঠি পড়েছে ঢাকে।পুজোর গন্ধে মেতে উঠেছে সারা বাংলা। সমস্ত রাজনৈতিক, অ-রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সমাজসেবীরাও নিজের নিজের সাধ্যমত কিছু না দিয়ে প্রয়োজনীয় মানুষের হাতে তুলে দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই মতো পুজা প্রাক্কালে পড়াশিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা দের সম্মান জানিয়ে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে খাতা কলম ও চকলেট বিতরন করলেন এলাকার বিশিষ্ট সমাজসেবিকা সুমিত্রা নুনিয়া।পাশাপাশি বিদ্যালয়ের যে সমস্ত মহিলারা রান্নার কাজ যুক্ত তাদের সবার হাতে নতুন বস্ত্র তুলে দিলেন তিনি।এই ব্যাপারে সুমিত্রা নুনিয়া বলেন আমার অনেক দিনের ইচ্ছে ছিলো বাচ্চাদের জন্য কিছু করবার আজ তাদের হাতে এই সামান্য উপহার তুলে দিতে পেরে আমার খুব ভালো লাগছে।তিনি আরো বলেন এবার সাধ্যমত চেষ্টা করেছি ভবিষ্যৎ এ আরো কিছু ভালো করবার চেষ্টা করবো।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহ সভাপতি উদিপ সিং, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা মুখার্জী, সহ শিক্ষক স্বরুপ নারায়ণ আশ, দেবাশিস সরকার, রঞ্জিত নুনিয়া সহ আরো অনেকেই।
সুমিত্রা নুনিয়ার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রদের অভিভাবকরাও।
PREV
“পাশে আছি ও ফিরে পাওয়া” এই দুটি উদ্যোগের অনুষ্ঠানের আয়োজন করেছিল জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ