
“পাশে আছি ও ফিরে পাওয়া” এই দুটি উদ্যোগের অনুষ্ঠানের আয়োজন করেছিল জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ
শিবরাম পাল, জামুড়িয়া ২৬সেপ্টেম্বরঃ-
আসানসোল দুর্গাপুর পুলিশের “পাশে আছি ও ফিরে পাওয়া” যে দুটি উদ্যোগ রয়েছে তা আরও একবার প্রমান করলো শ্রীপুর ফাঁড়ি। এই “পাশে আছি ও ফিরিয়ে দেওয়া” দুই উদ্যোগ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়িতে। পাশাপাশি শ্রীপুর এলাকায় অপরাধী দমন করার জন্যে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে মোট ৭০ টি সিসিটিভি ক্যামেরা। সেই সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমের উদ্বোধন করা হলো এই মঞ্চ থেকেই। এছাড়াও আই ও রুমের উদ্বোধন করা হয় এদিন।
“পাশে আছি” – পুলিশের এই “পাশে আছি” উদ্যোগের মাধ্যমে শ্রীপুর এলাকার বেশ কিছু প্রতিবন্ধীদের ব্যাবহার যোগ্য সরঞ্জাম বিতরণ করা হয় এই অনুষ্ঠান মঞ্চ থেকে। যার মধ্যে রয়েছে একটি হুইল চেয়ার, ৩ জোড়া বৈখাশী, ৩ জোড়া ক্রেচার সহ আরও বেশ কিছু সরঞ্জাম।
“ফিরে পাওয়া” – পুলিশের এই “ফিরে পাওয়া” উদ্যোগের মাধ্যমে শ্রীপুর এলাকায় বেশ কিছু মানুষের মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের পড়ে ছিল জামুড়িয়া থানায়। তাদের মধ্যে ৭৪ জনের হাতে সেই মোবাইল ফিয়েছে দিল জামুড়িয়া থানার পুলিশ। প্রতিবন্ধীরা তাদের ব্যাবহার যোগ্য সরঞ্জাম পেলো এবং যারা চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলো তারা সবাই খুশি। তারা সবাই এক মুখ হাঁসি নিয়ে জামুড়িয়া পুলিশ কে ধন্যবাদ দিতে ভুলে নি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার শ্রী সুধীর কুমার নীলকান্তম,ডিসি সেন্ট্রাল ডঃ এস কুলদীপ সুরেশ,এসিপি সেন্ট্রাল শ্রীমন্ত বন্দোপাধ্যায়,এসিপি ট্রাফিক প্রদীপ মন্ডল,জামুড়িয়া থানার অফিসার ইনচার্জ রাহুল দেব মন্ডল,শ্রীপুর আইসির অফিসার ইনচার্জ রিয়াজউদ্দিন,চুরুলিয়া আইসির অফিসার ইনচার্জ বিশ্বজিৎ রায়,কেন্দা আইসির অফিসার ইনচার্জ সুশান্ত দাস সহ আরো অনেকেই।