
তৃণমূলের শারদ শুভেচ্ছার হোর্ডিং এ মেয়রের অনুপস্থিতিতে বিতর্ক জামুড়িয়ায়
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৫ সেপ্টেম্বরঃ—
তৃণমূলের শারদীয়া শুভেচ্ছার হোডিং ও ব্যানারে আসানসোলের পৌর নিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের ছবি না থাকায় শুরু হয়েছে বিতর্ক এবং , এই বিষয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন জামুড়িয়ার বিরোধী দলনেতারা । উল্লেখ্য,আসানসোল পৌর নিগমের ৫ নম্বর ওয়ার্ড জামুড়িয়া কুয়োমোড় এবং জামুড়িয়া বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় বিধায়কের ছবি সহ তৃণমূলের পক্ষ থেকে লাগানো হয়েছে শারদীয়া শুভেচ্ছা হোডিং । জামুড়িয়া বিধানসভার পক্ষ থেকে সেই হোডিং এ জামুড়িয়ার সমস্ত কাউন্সিলারের নাম সহ ছবি দিয়ে জামুড়িয়াবাসীকে শারদীয়ার শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে । সেই ব্যানারে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ ১৩ জন কাউন্সিলরের ছবি দেওয়া হয়েছে । কিন্তু বর্তমানে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হচ্ছেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নাম নেই সেই শারদীয়ার শুভেচ্ছা বার্তার হুডিং-এ। অথচ সেই হুডিং-এ জায়গা পেয়েছে প্রাক্তন কাউন্সিলার সঞ্জয় ব্যানার্জির নাম ও ছবি।
পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সুভাষ পাল অভিযোগ করে বলেন যে , বর্তমানে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হচ্ছেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় । কিন্তু ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হিসাবে ছবি দেওয়া হয়েছে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় ব্যানার্জির । সুভাষ পাল অভিযোগ করেন, ব্যানার বা হোডিংটি পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলার এর অফিসের সামনেই দেওয়া হয়েছে অথচ তারা বিষয়টিতে কিছুই জানেন না । রবিবার সকাল নটা নাগাদ বেশ কিছু সাধারণ মানুষের ফোন আসে তার কাছে । তারা জানতে চান ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কে ? এই বিষয়ে সাধারণ মানুষ প্রশ্ন করায় সুভাষ পাল বিভ্রান্ত হয়ে পড়েন । তাছাড়াও ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা মেয়র বিধান উপাধ্যায়ের নাম ও ছবি কিভাবে বাদ দেওয়া হলো ? সেই নিয়ে তদন্তেরও দাবি করেন তিনি । যদিও এই বিষয়ে বিজেপি নেতা সন্তোষ সিং কটাক্ষ করে জানিয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে বাস্তবেই জামুড়িয়াতে দেখতে পাওয়া যায় না। সেই বিষয়টি তৃণমূলের পক্ষ থেকে তুলে ধরায় তাদের অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে । তিনি আরও বলেন, এখন জামুড়িয়ায় তৃণমূল কংগ্রেসের তিন থেকে চারটি গ্রুপ , আর এই গ্রুপগুলি খালি কাটমানি খাওয়ার জন্য ৷ কয়লা , লোহা , বালি , জমি এই সবের টাকা কে আগে ভোগ করবে ! এই কারণে এদের এই গ্রুপ ৷ তিনি এই পুরো ঘটনাটির জন্য তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলে জানিয়েছেন ৷
যদিও এই পুরো ঘটনাটি নিয়ে তৃণমূল কংগ্রেসের জামুড়িয়া বা আসানসোলের উচ্চ পদাধিকারীদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ এই শারদ শুভেচ্ছার হোর্ডিং বিতর্কের খবর ছড়িয়ে পড়ায় পরই তড়িঘড়ি প্রাক্তন কাউন্সিলারের ছবি জায়গায় বর্তমান কাউন্সিলার বিধান উপাধ্যায়ের ছবি লাগানো হয়।