ডাকাতি করার আগেই গ্রেফতার আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাত পুলিশের জালে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া একটি দলের পিছু ধাওয়া করে তিন জন সদস্যকে গ্রেফতার করে জামুড়িয়া থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে জামুড়িয়ার সিনেমা হল মোড়ের কাছে এক বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে জোড়ো হওয়া একটি ডাকাতের দলের গোপন সূত্রে খবর পেয়ে জামুড়িয়া থানার আধিকারি রাহুল দেব মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রাত্রি ১২টা ১৫ নাগাদ ডাকাত দলকে চ্যালেঞ্জ করে ধাওয়া করে। পুলিশকে দেখে তারা এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলে পুলিশের চারটি দল তাদের ঘিরে ফেল।বেশ কয়েকজন দুষ্কৃতি রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে পালিয়ে গেলেও তিন জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।ধৃতদের কাছে একটি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।ধৃতদের আজ আসানসোল জেলা আদালতে তোলা হয়।পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।পুজোর আগেই বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার পুলিশ।
PREV
অবৈধ কয়লা ভর্তি ৪টি ট্রাক, ১টি জেসিবি মেশিন,১টি সুইপ্ট গাড়ি,৩ টি বাইকসহ ৯ জনকে গ্রেফতার করল জামুড়িয়া থানার পুলিশ