নাকা চেকিং দেখে গাড়ির গতি বাড়ানো দেখে পুলিশের সন্দেহ হয় এর পরেই ওই গাড়ির পিছন ধাওয়া করে গাড়ির মধ্যে উদ্ধার করে দুটি জার্সি গোরু। জানা গিয়েছে গতকাল রাত তিনটা নাগাদ জামুড়িয়া থেকে একটি পিকাপ ভ্যান আসছিল। আখলপুর ব্রিজের কাছে চলছিল পুলিশের নাকা চেকিং। পিকাপ ভ্যানের চালক নাকা চেকিং দেখে গাড়ির গতি বাড়িয়ে মন্ডলপুরের দিকে ঘুরে গাড়ি চালিয়ে নিয়ে যায়। কর্মরত পুলিশ কর্মীদের বিষয়টি দেখে সন্দেহ হয়। এর পরেই গাড়ির পিছন ধাওয়া করে। বিজপুর থেকে গাড়িটি নাগেশ্বর দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শেষে নাগেশ্বর গ্রামে ঢুকে বেশ কয়েকটি ঘরের চালে ধাক্কা মারে গাড়িটি। ফলে বিকট শব্দ হলে গাড়ি সেখানে রেখেই চালক পালিয়ে যায়। পুলিশ সেখানে গিয়ে গাড়ি থেকে দুটি জার্সি গোরু উদ্ধার করে। পাশাপাশি গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। জামুড়িয়া থানার গত দুদিন আগে নাকা চেকিং এর সময় একটি দুধবহন গাড়ির মধ্যে বস্তা বস্তা অবৈধ কয়লা উদ্ধার করে। ফের বিজপুর এলাকা থেকেই চুরির গোরু উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।