জামুড়িয়া বিধানসভার চিচুড়িয়া গ্রামের আর এন কলোনি কমিউনিটি হলে রবিবার “মন নিকেতন-২০২২” পত্রিকার পাব্লিকেশন সাথে “থিং এন্ড গ্রো রিচ”নামে একটি সেমিনারের আয়োজন করা হয় মননিকেতন নামক একটি মেডিটেশন এবং পার্সনালিটি ডেভেলপমেন্ট সংস্থার পক্ষ থেকে।
এই অনুষ্ঠান মঞ্চ থেকেই চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সফল ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়।
পাশাপাশি তাদের মনসংযোগ বাড়ানো,ব্যাক্তিত্ব ঘঠন,বিকাশ ও তার উপর নিয়ন্ত্রণের শিক্ষার ব্যাবস্থা করা হয়।
অনুষ্ঠানের আয়োজক অমিত ব্যানার্জী জানান “শান্ত মন শক্তিশালী মন”।তাই নিজের মনকে শান্ত ও নিজের আয়ত্তে রাখার জন্যই এই অনুষ্ঠান।বিশেষ করে আজকালকার নতুন প্রজন্মর জন্য এই উদ্যোগ বলেই জানান তিনি।তাদের মনকে ধ্যান কেন্দ্রিক করে শান্ত ও শক্তিশালী বানানোই মুল উদ্দেশ্য বলে জানান তিনি।সেই জন্য এইরকম সেমিনার বছরে তিন চারবার আয়োজন করা হয় বলে জানান তিনি।
আজকের এই “মন নিকেতন” এর অনুষ্ঠানে বোলপুর কলেজের প্রফেসর বিকাশ সাহা,জামুড়িয়ার কেন্দা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল সাহা,জামুড়িয়ার বিডিও জিষ্ণু দে,বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ উজ্জ্বল মন্ডল,বিএল এন্ড এল আর ও সত্যজিৎ বিশ্বাস,চিচুড়িয়া পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ সাঙ্গুই সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
PREV
আসানসোলের একটি সম্মেলনের উদ্বোধন করতে এসে প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রেলওয়ে স্টান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচারিয়া অসুস্থ হয়ে পড়েন