চুরি যাওয়া বাইক সহ দুই যুবককে গ্রেফতার করলো জামুড়িয়া থানার পুলিশ

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২ সেপ্টম্বরঃ-

বৃহস্পতিবার রাত্রে পুলিশের টহল দেওয়া গাড়িতে কর্মরত পুলিশ কর্মীরা বারাবনি অভিমুখ থেকে আসা ২ যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের জিজ্ঞাসা করার জন্য দাঁড় করাতে গেলে ওই দুই যুবক গাড়ির গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জামুড়িয়া থানার পুলিশ তাদের পিছু ধাওয়া করে পাকড়াও করে।  তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, যে গাড়িটি নিয়ে পালাচ্ছিল সেই গাড়িটা চুরির গাড়ি। পুলিশের জেরায় ধৃতরা জানায় রানীগঞ্জ জামুড়িয়া বারাবনি এলাকা থেকে পাঁচটি বাইক চুরি করেছে। এর পরেই জামুড়িয়া থানার ওসি রাহুলদেব মন্ডলের নেতৃত্বে ধৃত ওই দুই যুবককে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি করে পাঁচটি মোটরবাইক উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে ধৃতরা  রাহুল রুইদাস(১৯) বারাবনি থানার ভানোড়া খাস কুটি এলাকার বাসিন্দা, ও অপরজন দানিস আহমেদ(১৮)জামুড়িয়া থানার ধোয়াডাঙ্গার শুক্রবার  ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ হেপাজতের আর্জি জানানো হবে  জানা গেছে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *