গতকাল বর্ধমানে সিপিএমের সমর্থকদের আইন অমান্য আন্দোলনের কর্মসূচিতে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে বৃহস্পতিবার জামুড়িয়া বাজারে সিদু কানুর মুর্তির কাছে থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল।এই মিছিলে অংশ নিয়েছিলেন পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাট্টার্জি,মনোজ দত্ত,মঃ আবদুল কায়ুম সহ আরও অনেকেই।
মনোজ দত্ত বলেন গতকাল বর্ধমানে মূল্য বৃদ্ধি,বেকার যুবকদের কাজের দাবি, খাদ্যপণ্যে জিএসটি চালুসহ বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে শান্তিপূর্ণ মিছিল করার সময় পুলিশ মিছিলে অংশ গ্রহণকারীদের উপর নির্লজ্জ ভাবে অত্যাচার চালায়।তিনি বলেন মহিলাদের কেউ বাদ দেয়নি।তারই প্রতিবাদে আজ জামুড়িয়াতে প্রতিবাদ মিছিল করা হয়।মিছিলটি জামুড়িয়া বাটা মোড় থেকে শুরু করে জামুড়িয়া বাজার পরিক্রমা করে থানা মোড়ে শেষ হয়।
উল্লেখ্য লাগামছাড়া মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যের ওপর GST, চরম বেকারত্ব ও দুর্নীতিগ্রস্তদের গ্রেফতারির দাবি সহ নানা ইস্যুতে গতকাল দুপুরে বর্ধমানের বড়নীলপুর মোড় ও স্টেশন বাজার থেকে শুরু হয় সিপিএম-এর মিছিল। জেলা শাসকের দফতরে যাওয়ার পথে, কার্জন গেটের সামনে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। তখনই উত্তেজনা ছড়ায়। সিপিএম-এর আইন অমান্য কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমান শহরের কার্জন গেট এলাকা। পুলিশের ব্যারিকেড ধরে টানাটানি করেন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টিও। পাল্টা আন্দোলনরত সিপিএম কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। লাঠিচার্জও করা হয়। আন্দোলন ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করে পুলিশ। তাতে বিশ্ববাংলা লোগো উপড়ে ফেলে দেন আন্দোলনকারীরা। সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে বর্ধমান শহর।
PREV
মঙ্গলকোট বিষ্ফোরণ মামলায় হাজিরা দিতে অনুব্রতমন্ডল কে আসানসোল সংশোধনাগার থেকে নিয়ে যাওয়া হলো কলকাতার বিধান নগর অঞ্চলে এমপি/ এমএলএ আদালতে