বৃহস্পতিবার সকালে আসানসোল সংশোধনাগার থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রতমন্ডল কে কলকাতার বিধান নগর অঞ্চলে এমপি/ এমএলএ আদালতে নিয়ে যাওয়া হয় ৷ বাম আমল তথা ২০১০ সালে মঙ্গলকোট বিষ্ফোরণ মামলার চার্জশিটে ১৫ জনের মধ্যে অনুব্রত মণ্ডলের নামও রয়েছে ৷ সেই সূত্রেই এই তলব বলে জানা গেছে।বর্তমানে অনুব্রত মন্ডল গোরুপাঁচার মামলার অভিযোগে গ্রেফতার হয়ে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছে আসানসোলে ৷
জানা গিয়েছে বাম আমল তথা ২০১০ সালে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ অন্যদিকে ২০০৯ সাল থেকেই কেতুগ্রাম মঙ্গলকোট এলাকায় তৃণমূল সংগঠনের দায়িত্বে ছিলেন অনুব্রত মণ্ডল ৷ মঙ্গলকোট বিষ্ফোরণ মামলার চার্জশিটে ১৫ জনের মধ্যে অনুব্রত মণ্ডলের নামও রয়েছে ৷ সেই সূত্রেই এই তলব বলে জানা গেছে ৷ তবে এদিন যাওয়ার আগে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলে যান তার শরীর ভালো নেই ৷
PREV
অনলাইন টেলি মেডিসিন চিকিৎসায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীকে সুস্থ করলো আসানসোল জেলা হাসপাতাল