১১তম পুলিশ দিবস পালিত হলো জামুড়িয়ায়, মানুষকে সচেতনতা করার উদ্দেশ্যে  পথনাটিকার ব্যাবস্থা করা হয়

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১ সেপ্টম্বরঃ-

জামুড়িয়া ট্রাফিক গার্ড ও জামুড়িয়া থানার উদ্যোগে  পালিত হলো ১১তম পুলিশ দিবস । জামুড়িয়া থানা মোড়ে একটি সভা এবং পথনাটিকার আয়োজন করা হয়। এই সভা থেকে জনসাধারণকে ট্রাফিক আইন পালন করার অনুরোধ করা হয়। হেলমেট পড়া, সিগনাল মানা, শিট বেল্ট পরা সহ বিভিন্ন ট্রাফিক নিয়ম মেনে চলার কথা বলা হয়। সেই বিষয়ে মানুষকে সচেতনতা করার উদ্দেশ্যে পথনাটিকার ব্যাবস্থা করা হয়। এরপরেই থানা মোড় থেকে জামুড়িয়া বাজার অতিক্রম করে সিনেমা মোড় পর্যন্ত একটি  মিছিল করা হয়। এছাড়াও জামুড়িয়া থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয় এবং এলাকার ফুটবল প্রেমী বাচ্চাদের মধ্যে ফুটবল বিতরন করা হয়।

 এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক প্রদীপ মন্ডল, জামুড়িয়া থানা আধিকারিক রাহুল দেব মন্ডল, জামুড়িয়া ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক অর্ণব মন্ডল, সুদীপ ভট্টাচার্য, এমআইসি সুব্রত অধিকারী সহ আরও অনেকেই।

 এসিপি ট্রাফিক প্রদীপ মন্ডল বলেন, এই অনুষ্ঠান জন সাধারনের জন্য। সাধারন মানুষকে গাড়ি চালানোর সময় সব সময় মাথায় রাখতে হবে বাড়িতে তার জন্য পরিবারের লোকজন অপেক্ষা করে আছে। বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরে চালাতে হবে। চার চাকা চালানোর সময় শিট বেল্ট লাগাতে হবে। সিগনাল সহ বিভিন্ন ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাতে হবে। তিনি বলেন, জামুড়িয়াতে কয়েক দিনের মধ্যে যে সব দুর্ঘটানায় বাইক আরোহীর মৃত্যু হয়েছে তারা সকলেই বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছিল। তিনি বলেন দুর্ঘটায় কারুর মৃত্যু হলে সেই পরিবারের লোকজনেদের যেমন কষ্ট হয় ঠিক ততটায় কষ্ট হয়  পুলিশেদেরও। কারন পুলিশ কর্মীরায় তার দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *