অনলাইন টেলি মেডিসিন চিকিৎসায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীকে সুস্থ করলো আসানসোল জেলা হাসপাতাল

স্পষ্ট বার্তা, আসানসোল, ৩১আগষ্টঃ

ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীকে কলকাতার এসএসকেএম এর নিউরোহাবের নিউরোলজিস্ট তথা বিশেষজ্ঞ ডাক্তারের অনলাইন টেলি মেডিসিন পদ্ধতির মাধ্যমে পরামর্শ নিয়ে সুস্থ করলো আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকেরা। জেলা হাসপাতালের চিকিৎসক  পরিষেবায়  খুশি  রোগির আত্মীয়রা৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে নাজমা খাতুন নামের প্রায় ৭০ বছরের এক মহিলা গত মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন ৷ সেই সময় হাসপাতালে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক দেরী না করে রোগীর পরিস্থিতি যাচাই করে জরুরি ভিত্তিতে সিটি স্ক্যানের ব্যবস্থা করেন।এরপর সিটি স্ক্যানের রিপোর্টের ভিত্তিতে কলকাতার এসএসকেএম এর নিউরোহাবের নিউরোলজিস্ট তথা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন অনলাইন টেলি মেডিসিন পদ্ধতির মাধ্যমে।সেখানে অনলাইনেই বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর সিটি স্ক্যান দেখেন ও ক্লিনিক্যাল পরীক্ষাগুলির ফলাফল যাচাই করে থ্রম্বোলাইসিস এর উপদেশ দেন।এরপর ওই রোগীকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে গিয়ে থ্রম্বোলাইসিস করা হয়।যেখানে রোগী ক্রমশ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করেন ৷

চিকিৎসক গৌতম মণ্ডল জানিয়েছেন,বর্তমানে রোগী সুচিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছেন।বেঁকে যাওয়া মুখ অনেকটাই স্বাভাবিকতায় ফিরেছে ৷ একই সাথে বাম দিকের হাত- পা নাড়াচাড়া করতে পারছেন।একই সাথে চিকিৎসক বলেন,স্ট্রোকে কোনো রোগী আক্রান্ত হলে তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসা উচিৎ।কারণ এই সব রোগীর ক্ষেত্রে প্রথম তিন চার ঘন্টা সোনালি সময় থাকে।যথা সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রোগী সুস্থ হয়ে ওঠেন ৷ জেলা হাসপাতালের চিকিৎসক হিসাবে সাধারণ মানুষকে এই পরিষেবা দিতে পেরে আমরা খুশি ৷

রোগির পরিবার সুত্রে জানা গিয়েছে রোগী নাজমা খাতুন উত্তর প্রদেশের বাসিন্দা।তিনি আসানসোলের মুন্সী বাজারে মেয়ের বাড়ি এসেছিলেন গত এক সপ্তাহ আগে।দীর্ঘদিন ধরেই তিনি রক্তচাপ ও মধুমেহ রোগে ভুগছেন।মঙ্গলবাল বিকেলে হঠাৎই ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে৷তার শরীরের বাম দিক অচল হয়ে যায় ও মুখ বেঁকে যায়।একই সাথে কথাতেও অসংলগ্ন দেখা যায়।এরপর পরিবারের সদস্যরা দেরি না করে চিকিৎসার জন্যে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন ওই রোগিণীর মস্তিষ্কে স্ট্রোক হয়েছে।যে কারণে রোগীর বাঁদিকটা অচল হয়ে পড়েছে । জেলা হাসপাতালের এইরকম চিকিৎসা পরিষেবায়  খুশি  রোগির আত্মীয়রা৷

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *