দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির, আহত হয়েছে আরো দুজন। মৃত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ ভট্টাচার্য।তিনি একটি বাংলা দৈনিক পত্রিকার সাংবাদিক আসানসোলের বাসিন্দা ছিলেন।
সূত্রে জানা গেছে,মঙ্গলবার ইন্দ্রজিৎ বাবু তার এক বন্ধুকে নিয়ে বাইকে 2 নং জাতীয় সড়ক ধরে রানীগঞ্জের দিকে যাচ্ছিল।ডিভিসি মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি বাইক তাদের বাইকে ধাক্কা মারলে ঘটনা স্থলে দুটি বাইকে থাকা তিনজন আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে।
তিনজনকে গুরুতর অবস্থায় শ্রীপুর ফাঁড়ির পুলিশ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইন্দ্রজিৎ বাবুকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুজনের চিকিৎসা চলছে আসানসোল জেলা হাসপাতালে এই ঘটনায় শিল্পাঞ্চলের সাংবাদিকদের মনে শোকের ছায়া নেমে এসেছে।
PREV
ইসিএল আবাসন খালি করার নির্দেশ ও পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার প্রতিবাদে কোলিয়ারির এরিয়া অফিসে বিক্ষোভ এলাকাবাসীর