একই জায়গায় তিনটি পৃথক ধ্বস,আতঙ্কিত এলাকার মানুষ

স্পষ্ট বার্তা, পান্ডবেশ্বর ২৮ আগষ্টঃ-

পান্ডবেশ্বর থানার বহুলা গ্রামে গতকাল রাত ১১ টা নাগাদ তিন জায়গায় ধ্বস নামে।এর পরেই এলাকার মানুষজনের মধ্যে ব্যপক আতঙ্ক ছড়ায়। বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাসিন্দারা।

স্থানীয়রা জানিয়েছে প্রথমেই বহুলা গ্রামের মন্ডল পাড়াতে একটি আস্ত পুকুর ধ্বসে মাটির নিচে চলে যায়।তার পর বহুলা গ্রামের বাদ্যকর পাড়াতে একটি কুয়া ধ্বসে মাটির নিচে চলে যায়। তৃতীয়টি বহুলা গ্রামের ওসিপিতেও ধ্বস নেমেছে বলে স্থানীয়রা জানিয়েছে। ধ্বসের খবর দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকার মানুষজনেরা ইসিএলের প্রতি ক্ষোভ ফুঁসতে থাকে।সমস্ত  ঘটনার জন্য ইসিএলকেই দায়ি করেছে স্থানিয়রা।তাদের অভিযোগ বারবার এবিষয়ে জানিয়েও কিছু লাভ হয়নি।তারা আজ রবিবার সকাল থেকে ক্ষোভে ফুঁসতে থাকে।খনিতে মাত্রাধিক ব্লাস্টিং এর জেরে এই ঘটনা বলে দাবি করেছে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি এলাকা পরিদর্শন করে স্থানিয়দের সাথে কথা বলেন। তিনি জানান এবিষয়ে ইসিএলের উচ্চ আধিকারিকদের সাথে কথা হয়েছে। ধ্বস কবলিত এলাকার সামনা সামনি থাকা স্থানিয়দের অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বলেন তিনি। এই পুরো বিষয়টি ইসিএলের গাফেলতির ফল বলেই জানান তিনি।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *