ইসিএল আবাসন খালি করার নির্দেশ সহ পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার প্রতিবাদে রবিবার কোলিয়ারির এরিয়া অফিসে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। ঘটনাটি ইসিএলের সাতগ্রাম এরিয়ার নিমচা কোলিয়ারি এরিয়া অফিসে।
জানা গিয়েছে ইসিএলের সাতগ্রাম এরিয়ার নিমচা কোলিয়ারি লাগোয়া চুনাভাটির ইসিএল আবাসন খালি করার নির্দেশ সহ নিমচা ও মুর্গাসোল গ্রাম ও অন্যান্য আবাস স্থলগুলিতে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে ৷ এরই প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা নিমচা কোলিয়ারির এরিয়া অফিসে রবিবার বিক্ষোভ দেখায়৷ একই সাথে বিক্ষোভ শেষে ইসিএল কর্তৃপক্ষের হাতে এক স্মারকলিপি তুলে দেয় ৷ স্থানীয়দের বক্তব্য , নিয়ম অনুসারে কয়লা উৎপাদক সংস্থা তার খনি এলাকার চার কিমির মধ্যে পানীয় জল বিদ্যুৎ সরবরাহ থেকে নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন সুবিধা প্রদান করবে ৷ কিন্তু বর্তমানে নিমচা ও মুর্গাসোল গ্রাম সহ আবাস স্থলগুলিতে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে ইসিএল ৷ একই সাথে চুনাভাটি এলাকায় ৭২ ঘণ্টার মধ্যে আবাসনগুলি ও বসতবাটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যা একই সাথে অমানবিক ও বেআইনি ৷ স্থানীয়রা এখানে পুর্বপুরুষের আমল থেকে বসবাস করছে ৷ তাছাড়া আবাসনগুলিতে যারা বসবাস করছেন তাদের অনেকের পরিবারের সদস্যে মৃত্যুর শংসাপত্র থেকে পি এফ গ্র্যাচুয়িটির টাকা পায়নি ৷ এই অবস্থায় তাদের আবাসন খালি করা সম্ভব নয় ৷ তবে গ্রামবাসীদের বিক্ষোভ শেষে ইসিএল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে পর্যালোচনার আশ্বাস দিয়েছেন ৷