রাত পোহালেই আসানসোলে ৬নং ওয়ার্ডের উপনির্বাচন

শিবরাম পাল, জামুড়িয়া ২০ আগষ্টঃ—

আসানসোল পুর নিগমের ৬ নং ওয়ার্ডে রাত পোহালেই উপনির্বাচন৷  বিভিন্ন বুথে বুথে পুলিশকর্মী সহ অন্যান্য কর্মীরা ইভিএম মেশিন সহ অন্যান্য ভোটের সরঞ্জাম প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে।

ওই কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করছেন মোট চারজন রাজনৈতিক দলের প্রার্থী ৷ তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিধান উপাধ্যায়।অন্যদিকে সিপিআই(এম) প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভাশীষ মণ্ডল,বিজেপির পক্ষ থেকে শ্রীদীপ চক্রবর্তী ও কংগ্রেসের পক্ষ থেকে সোমনাথ চ্যাটার্জি ৷গতকাল ৬নং ওয়ার্ডে জামুড়িয়ার মোট ১৪টি বুথে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে।যার মধ্যে মণ্ডলপুরে রয়েছে ৪ টি, আখলপুরে ২,বনমালীপুরে ৫ টি, জাদুডাঙায় ১টি ও বেড়ালায় ২ টি বুথ।মোট ভোট কর্মী হিসাবে নিযুক্ত হয়েছেন ৮০ জন।অন্যদিকে ৬ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১০,২৩৬ জন যার মধ্যে পুরুষ ভোটার৫২৫৯ জন ও মহিলা ভোটার৪৯৭৭ জন।ভোট গ্রহণ পর্ব চলবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৷

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *