রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ফরিদপুর(লাউদোহা) থানার নতুন ডাঙ্গা মোড়ে একটি গ্যাসের দোকানে আচমকা, সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়। বিস্ফোরণের জেরে ভেঙ্গে পড়ে দোকান ঘরটি। ভেঙ্গে পড়া দোকানের মধ্যে আটকে পড়েন চার ব্যাক্তি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকায় কেঁপে উঠেছিল বলে জানায় স্থানীয়রা। শব্দ শুনে এলাকার মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসে। জানতে পারে বিস্ফোরণের জেরে গ্যাসের দোকানের ভিতর দেওয়ালের নিচে আটকে থাকা চার ব্যক্তিকে। স্থানীয়রা প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ ও দমকল কর্মীরা ভেঙ্গে পড়া দোকানের মধ্যে আটকে থাকা চার ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ ও দমকলকর্মীরা। চিকিৎসার জন্য তাদের অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে। ২জনের অবস্থা আশঙ্কা জঙ্ক বলে জানা গিয়েছে। কি করে এত বড় বিস্ফোরণ ঘটলো তদন্তের পরেই তা বলা সম্ভব বলে জানান এক দমকল কর্মী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে যান এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
PREV
কারখানা শুরু হওয়ার আগে সিঙ্গুরের মেঘ দেখছে এলাকার মানুষ, আতঙ্কিত রয়েছে জমিদাতারা। তবে কি আবার এক সিঙ্গুর দেখতে চলেছে এলাকার মানুষ?