
সৌরভের আত্মার শান্তি কামনায় মৌন মিছিল
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৪জুলাই:-
অন্ডাল থানার মাধবপুরের শিশু খুনের প্রতিবাদে ও মৃত শিশু সৌরভ বাউরির আত্মার শান্তি কামনায় পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির পড়াশিয়া অঞ্চলের পক্ষ থেকে একটি মৌন মিছিলের আয়োজন করা হয়।এই মিছিলে এলাকার ক্ষুদে থেকে বৃদ্ধ সকলেই মোমবাতি জ্বালিয়ে পায়ে পা মেলায়।
প্রসঙ্গত,চলতি মাসের ৬ তারিখ কাজোড়ার মাধবপুরের বছর সাতের সৌরভ বাউরি খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়।তার চারদিন পর তার বাড়ির পাশের জংগল থেকে ক্ষত বিক্ষত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।এর পরেই পুলিশি তদন্তে তার খুনীদের গ্রেফতার করা হয়।জানা গেছে তার প্রতিবেশী এক মহিলার হাতে তার মৃত্যু হয়েছে এবং ওই মহিলার দাদারা সৌরভের দেহ লোপাটে সাহায্য করেছে বলে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।রবিবার সৌরভের সমাধিস্থলে গিয়ে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমতির পক্ষ থেকে তার স্মৃতির উদ্দেশ্যে সৌরভের সমাধিটিকে ঢালাই করে স্মৃতিসৌধ রুপে নির্মান করে। এর পাশাপাশি আজ সন্ধ্যেবেলা পড়াশিয়া অঞ্চলে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করে মৌন মিছিলের আয়োজন করা হয়েছিলো।
এই মিছিলে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির জেলা সভাপতি বিশ্বজিৎ বাউরি, সম্পাদক লক্ষীকান্ত বাউরি, পড়াশিয়া অঞ্চলের থেকে দ্বারা বাউরি, আকাশ বাউরি, নির্মল বাউরি, অভিজিৎ দাস, সঞ্জয় বাউরি সহ সমস্ত বাউরি সমাজের সদস্য ও এলাকার মানুষেরা।