গতকাল সিআইডির একটি দল অভিযান চালিয়ে অবৈধ বালি ও কয়লা কারবারি যুধিষ্ঠির ঘোষকে গ্রেফতার করে।গতকালই দুর্গাপুর আদালতে তাকে তোলার পর ৭ দিনের সিআইডি রিমান্ডে নিয়েছে। জানা গেছে সিআইডি যুধিষ্ঠিরের মোবাইল নম্বর ট্রেস করে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে।
কে এই যুধিষ্ঠির ঘোষঃ- পান্ডবেশ্বর থানার খোট্টাডিহি গ্রামের বাসিন্দা। সিপিআইএম এর শাসনকালে যুধিষ্ঠির গরুর গাড়ি করে কয়লা চুরি করত।ধীরে ধীরে খোট্টাডিহি ও তার আশেপাশের এলাকায় অবৈধ কয়লা ডিপো চালাতে শুরু করে।এর পর বৈধভাবে সোনপুরে শ্রমিকদের ঘরে ঘরে জ্বালানি কাঠ ও কয়লা পৌঁছে দেওয়ার কাজ শুরু করে। কিন্তু এর আড়ালে অবৈধ কয়লার ব্যবসা শুরু করে। ইসিএলের ডিও ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে তোলা আদায় করতে শুরু করে বলে জানা গিয়েছে সুত্র থেকে। রাতারাতি হয়ে উঠে কোটি কোটি টাকার মালিক।রাজ্য সরকার পরিবর্তন হলেও তার কোনো প্রভাব পড়ে নি।এর পর থেকে বৈধ বালি ঘাটে অবৈধ বালি ব্যবসা শুরু করে।বেশ কয়েকটি ইটা ভাটাও রয়েছে তার।কয়লা কারবারির পাশাপাশি গড়ে তুলে অবৈধ বালির কারবারের সাম্রাজ্য কিন্তু পাহাড় সম টাকা থাকায় তার ব্যবসায় কোনো প্রভাব পড়েনি এতদিন এমনি দাবি করেন স্থানিয়দের একাংশ।
PREV
৫ দিন পর নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হল বাড়ির পাশের জঙ্গল থেকে