বার্নস কোম্পানীর ৫৪০ একর লিজহোল্ডার জমি ভারতীয় রেল এর হাতে তুলে দেওয়ার প্রতিবাদে রানীগঞ্জ সিআইটিইউ(CITU) এবং বস্তি উন্নয়ন সমিতির সদস্যরা আন্দোলন মঞ্চ গড়ে তোলার ডাক দিয়েছে
রানিগঞ্জের বার্নস কোম্পানীর ৫৪০ একর লিজহোল্ডার জমি ভারতীয় রেল এর হাতে তুলে দিয়েছে। এর জেরে দীর্ঘদিন থেকে বসবাস করা মানুষজনেদের, ওই এলাকার ছোট বড় ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ ইতি মধ্যেই পৌঁছে গেছে। এলাকার মানুষজনেদের মনে আতঙ্কের বাতাবরণ তৈরী হয়ে গেছে। এই অবস্থায় ওই এলাকার মানুষের পাশের দাঁড়িয়ে লড়াই করার জন্য রানিগঞ্জের বিশিষ্ট নাগরিকদের আন্দোলন মঞ্চ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রানীগঞ্জ সিআইটিইউ এবং বস্তি উন্নয়ন সমমিতির সদস্যরা। আগামী ১০ জুলাই থেকে ২৩ জুলাই গনস্বাক্ষর অভিযানে নামবে সংগঠনের পক্ষ থেকে বলে জানিয়েছেন তারা। এছাড়াও বেশ কয়েকটি দাবি নিয়ে গতকাল থেকে সংগঠের পক্ষ থেকে রানিগঞ্জের বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদী পথ সভার আয়োজন করা হয়ে ছিল। এই সভাই উপস্থিত ছিলেন রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, প্রাক্তন রানীগঞ্জ পৌরসভার উপ-চেয়ারম্যান সুনিল খন্ডোয়াল, হেমন্ত প্রভাকর সহ আরও অনেকেই।
প্রাক্তন বিধায়ক রুনু দত্ত বলেন, রানিগঞ্জের বার্নস কোম্পানীর ৫৪০ একর লিজহোল্ডার জমি ভারতীয় রেল এর হাতে তুলে দিয়েছে। লিজহোল্ডার জমি রাজ্য সরকার ছাড়া আর কাউকে হস্তান্তর করা যায় না। তিনি বলেন এই বিষয় নিয়ে রাজ্য সরকার উদাসীন। তিনি দাবি করেন ওই কারখানার জমিতে কারখানাই করতে হবে। এবং রানীগঞ্জ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান দিতে হবে। পাশাপাশি বার্নসএর পুরানো শ্রমিদের বকেয়া টাকা অবিলম্বে মেটানোর দাবি জানান তিনি।