নির্দিষ্ট থানা এলাকার সাধারন মানুষ তাদের অভাব অভিযোগগুলি সরাসরি তুলে ধরতে পারবেন পুলিশের উচ্চ আধিকারিকদের সামনে। পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসসম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শনিবার Meet your Officer (নিজের অফিসারের সঙ্গে দেখা কর) নামে একটি প্রকল্পের শুভ সুচনা হলো। এই প্রকল্পটি সমস্ত থানার পাশাপাশি জামুড়িয়া থানাতেও শুভ সুচনা করা হল। এডিপিসির প্রতিটি থানাতেই প্রতি সপ্তাহে এই কর্মসুচী পালিত হবে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধির কুমার নীলকান্তম জানান এডিপিসির প্রতিটি থানাতেই প্রতি সপ্তাহে এই কর্মসুচী পালিত হবে আজ তার প্রথমদিন।এই কর্মসুচীর মাধ্যমে থানা এবং থানার অফিসারদের কার্যকারিতা দেখার পাশাপাশি এলাকার স্থানীয় ব্যাক্তিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং সেই সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। তিনি জানান এই কর্মসুচীর প্রথম দিন থেকেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ভবিষ্যৎ এ এই কর্মসুচীর ফলে সাধারণ মানুষ খুব উপকৃত হবে।আজকের এই কর্মসুচীতে পুলিশ কমিশনারের সাথে জামুড়িয়া থানায় উপস্থিত ছিলেন ডিসিপি(সেন্টাল) ড: সেনাওয়ানে কুলদীপ সুরেশ, এসিপি( সেন্ট্রাল) তথাগত পান্ডে, সি আই সুসান্ত চ্যাটার্জী, থানার প্রাক্তন আধিকারিক সিদ্ধার্থ সাহা, থানা আধিকারিক রাহুলদেব মন্ডল, জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক জিষ্ণু দে সহ আরো অনেকেই।